Advertisement
Advertisement

Breaking News

Mann Ki Baat

‘আমাদের কুম্ভ ঐক্যেরও মহাকুম্ভ’, বছরের শেষ ‘মন কি বাত’-এ বললেন মোদি

সংবিধান, ক্যানসার চিকিৎসার মতো নানা বিষয়ও এদিন উঠে আসে তাঁর কথায়।

PM Modi emphasizes the importance of the Constitution in his 'Mann Ki Baat'
Published by: Biswadip Dey
  • Posted:December 29, 2024 2:01 pm
  • Updated:December 29, 2024 2:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভের বিশেষত্ব কেবল তার বিশালতায় নয়। তার বৈচিত্রের মধ্যেও রয়েছে। ‘মন কি বাত’-এর ১১৭তম পর্বে প্রধানমন্ত্রী এমনটাই জানালেন। পাশাপাশি তাঁর মাসিক বেতার অনুষ্ঠানের নতুন পর্বে সংবিধান, ম্যালেরিয়া, ক্যানসার চিকিৎসার মতো নানা বিষয়ও উঠে এল তাঁর কথায়।

মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে এদিন মোদি বলেন, ”আগামী ১৩ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে। এই মুহূর্তে সঙ্গমের তীরে বিপুল কর্মব্যস্ততা রয়েছে। আমরা যখন কুম্ভে অংশগ্রহণ করব, তখন সমাজে বিভেদ ও ঘৃণা দূর করার সংকল্পও করব। এখানে কোনও বৈষম্য নেই। কেউ বড় নন, কেউ ছোট নন। আর তাই আমাদের কুম্ভ ঐক্যেরও মহাকুম্ভ। এর বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্রের ভিতরেও রয়েছে।” সেই সঙ্গেই তিনি জানান, এবার প্রথম কুম্ভে এআই চ্যাটবট ব্যবহৃত হবে। ১১টি ভাষায় সেটি এই সংক্রান্ত সমস্ত তথ্য দেবে। তীর্থযাত্রীরা মোবাইলে সরকারি অনুমোদিত ট্যুর- প্যাকেজ-সহ অন্যান্য জরুরি তথ্য পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Advertisement

এরই পাশাপাশি সংবিধানের ৭৫ বছর উপলক্ষেও এদিন বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ”২০২৫ সালের ২৬ জানুয়ারি, আমাদের সংবিধান ৭৫ বছর পূর্ণ করছে। সংবিধান আমাদের আলোর দিশারি, আমাদের পথপ্রদর্শক। এবছর সংবিধান দিবসে, ২৬ নভেম্বর ভারত তার সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর উদযাপন করছে। সংবিধানের উত্তরাধিকারের সঙ্গে দেশের নাগরিকদের সংযুক্ত করতে একটি বিশেষ ওয়েবসাইট http://Constitution75.com তৈরি করা হয়েছে। আপনারা বিভিন্ন ভাষায় সংবিধান পড়তে পারবেন। এবং সংবিধান সম্পর্কিত প্রশ্নও করতে পারবেন।”

সেই সঙ্গেই এদিনের ‘মন কি বাত’-এ ক্যানসার চিকিৎসার ‘আয়ুষ্মান ভারত যোজনা’র অবদান নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী। মোদির কথায়, ”ক্যানসারের চিকিৎসায় ‘আয়ুষ্মান ভারত যোজনা’র বড় অবদান রয়েছে। বিশ্বখ্যাত মেডিক্যাল জার্নাল ল্যানসেটের গবেষণা সত্যিই খুব আশাব্যঞ্জক। আর এই জার্নালের দাবি, এখন ভারতে সময়মতো ক্যানসারের চিকিত্সা শুরু করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সময়মতো চিকিৎসার অর্থ হল একজন ক্যানসার রোগীর চিকিৎসা ৩০ দিনের মধ্যে শুরু করা। এবং ‘আয়ুষ্মান ভারত যোজনা’র এতে বড় ভূমিকা রয়েছে।” সেই সঙ্গে ম্যালেরিয়ার মতো অসুখের প্রকোপ যে দেশে কমেছে সেই দাবিও করেন মোদি। তিনি বলেছেন, ”ম্যালেরিয়া ছিল দেশের অন্যতম চ্যালেঞ্জ। WHO-র মতে, দেশে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমেছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement