Advertisement
Advertisement

Breaking News

Delhi School

ক্লাসের মধ্যেই সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌননিগ্রহ! দিল্লির স্কুলে অভিযুক্ত অস্থায়ী শিক্ষক 

অভিযুক্ত শিক্ষক আত্মরক্ষার পাঠ দিতেন পড়ুয়াদের।

Part-time teacher held for molesting Student at Delhi School
Published by: Kishore Ghosh
  • Posted:September 7, 2024 4:19 pm
  • Updated:September 7, 2024 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল বাংলা, সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ তথা যৌননিগ্রহের ঘটনা অব্যাহত। এবার দিল্লির সুলতানপুরী এলাকার এক স্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়াকে যৌননিগ্রহের অভিযোগ উঠল। অভিযুক্ত শিক্ষক পড়ুয়াদের আত্মরক্ষার পাঠ দিতেন বলে জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্কুলের নিয়মিত শিক্ষক নন। একটি অসরকারি সংস্থার তরফে তাঁকে নিয়োগ করা হয়েছিল। তিনি পড়ুয়াদের আত্মরক্ষার পাঠ পড়াতেন বিনা বেতনে। সপ্তম শ্রেণির পড়ুয়া এবং তার বাবার অভিযোগ, বছর পঁয়তাল্লিশের ওই শিক্ষক তাঁকে ‘আপত্তিজনক ভাবে’ ছুঁতেন। এমনকী বিষয়টি যাতে জানাজানি না হয়, তা নিশ্চিত করতে হুমকিও দেন শিক্ষক। পড়ুযার বাবা স্কুলের প্রিন্সিপালের কাছে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি পুলিশেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: এবার মধ্যপ্রদেশে নেকড়ে আতঙ্ক, ‘নরখাদকের’ হামলায় জখম ৫, তটস্থ গোটা এলাকা]

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। পড়ুয়ার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসতেই স্কুলে পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্ন তুলে অভিভাবকেরা বিক্ষোভ দেখিয়েছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা। পরিস্থিতির চাপে দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে।

 

[আরও পড়ুন: ‘ঈশ্বর শাস্তি দিয়েছেন’, ভিনেশের অলিম্পিকের হার নিয়ে বিস্ফোরক ব্রিজভূষণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement