Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি, নির্বাচনের সময়ে জেলেই কেজরিওয়াল

ইডিকেও নোটিস শীর্ষ আদালতের।

No immediate relief for Arvind Kejriwal in Supreme Court

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2024 1:28 pm
  • Updated:April 15, 2024 2:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেও মিলল না স্বস্তি। লোকসভা নির্বাচন শুরু হয়ে গেলেও জেলেই থাকবেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সোমবার তাঁর মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। আপাতত ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।

[আরও পড়ুন: ৪০০ পারের লক্ষ্য মোদির, কাশ্মীরে এলাকা পুনর্বিন্যাসের সুযোগ নিতে তৎপর গেরুয়া শিবির]

১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। তবে এই দুই দিনই জেলে বন্দি থাকবেন কেজরি। কারণ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। 

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। তার পর ইডি (ED) হেফাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। সেখান থেকেই গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। সোমবার এই মামলার শুনানির সময়ে কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচনী প্রচার থেকে আপ সুপ্রিমোকে আটকে রাখার জন্যই গ্রেপ্তার করেছে ইডি। তবে কেজরির জামিনের আবেদন মামলা নিয়ে এদিন কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। ইডির জবাবের পরেই শুনানি হবে সুপ্রিম কোর্টে। অর্থাৎ লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শুরু হয়ে গেলেও জেল থেকে বেরতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: অভিষেকের পর রাহুল গান্ধী, এবার তল্লাশি কংগ্রেস নেতার কপ্টারে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement