Advertisement
Advertisement
Rahul Gandhi

‘৫৬ ইঞ্চির ছাতি এখন ইতিহাস’, আমেরিকায় মোদিকে তোপ রাহুলের

সংঘকেও নিশানায় নিলেন রাহুল।

Narendra Modi's 56 inch is history now, says Rahul Gandhi
Published by: Amit Kumar Das
  • Posted:September 10, 2024 10:01 am
  • Updated:September 10, 2024 10:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে সাফল্যের পর প্রথমবার আমেরিকা সফরে গিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিদেশের মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নিলেন রাহুল। ভারতীয় সময় অনুযায়ী সোমবার গভীর রাতে ভার্জিনিয়ার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল বললেন, ‘নরেন্দ্র মোদির ৫৬ ইঞ্চি বুকের ছাতি এখন ইতিহাসের পাতায় চলে গিয়েছে।’

ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে ওই অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ‘বহু বছরের চেষ্টায় বিজেপি ও প্রধানমন্ত্রী মোদি দেশব্যাপী ভয়ের বাতাবরণ তৈরি করেছিলেন। তবে চমকপ্রদভাবে সেই ভয় এক লহমায় কেটে গিয়েছে। দেশে আর আশঙ্কার মেঘ নেই। এখন সংসদে প্রধানমন্ত্রীকে দেখার পর আমি বলতেই পারি, তাঁর ৫৬ ইঞ্চির ছাতি এখন ইতিহাস হয়ে গিয়েছে।’ এ প্রসঙ্গে লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের অ্যাকাউন্ট সিল করার প্রসঙ্গ তুলে ধরেন রাহুল। অভিযোগ করেন, সেই সময় বিরোধীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছিল। রাহুল বলেন, ‘সেই সময় আমরা বুঝতে পারছিলাম না কীভাবে নির্বাচন লড়ব। তার পর সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে।’

Advertisement

[আরও পড়ুন: রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেপ্তার অভিযুক্ত]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি আরএসএসকেও নিশানায় নেন রাহুল। বলেন, ‘আরএসএস বিভিন্ন ভাষাভাষীর মধ্যে বিভেদ ছড়াতে চাইছে। ওরা দাবি করে কিছু রাজ্য অন্যান্য রাজ্যের তুলনায় নিকৃষ্ট। কিছু ভাষা অন্যদের থেকে নিকৃষ্ট। কিছু ধর্ম অন্য ধর্মের চেয়ে নিকৃষ্ট। কিছু সম্প্রদায় অন্যদের থেকে নিকৃষ্ট। ওদের মতে, তামিল, বাংলা, মণিপুরি, মারাঠি এগুলি নিকৃষ্ট শ্রেণির ভাষা। আসলে এরা ভারতকে বোঝে না।’

[আরও পড়ুন: মহড়ায় নামল ভারত-মার্কিন সেনা, ‘মহারণে’ কেঁপে উঠল থর মরুভূমি]

প্রসঙ্গত, ৪০০ পারের স্লোগান দিয়ে এবার মাত্র ২৪০ আসনে থমকে গিয়েছে বিজেপি। অন্যদিকে, নিজের আসন প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কংগ্রেস। পাশাপাশি শক্তিশালী হয়েছে ইন্ডিয়া জোট। শরিক সমর্থনে চলতে থাকা এনডিএ সরকারকে ধাক্কা খেতে হচ্ছে পদে পদে। আমেরিকা সফরে নরেন্দ্র মোদির এই বেহাল অবস্থার কথা তুলে ধরেই কটাক্ষ করলেন রাহুল গান্ধী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement