Advertisement
Advertisement
Delhi

দিল্লির অভিজাত পাড়ায় গুলিতে ঝাঁজরা যুবক, নেপথ্যে বিষ্ণোই গ্যাং!

ভাইরাল হাড়হিম সিসিটিভি ফুটেজ।

Man chatting outside gym in posh Delhi neighbourhood shot dead
Published by: Biswadip Dey
  • Posted:September 13, 2024 10:57 am
  • Updated:September 13, 2024 10:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে লরেন্স বিষ্ণোই গ্যাং। দিল্লির গ্রেটার কৈলাসের মতো অভিজাত এলাকায় গুলিতে ঝাঁজরা হয়ে গেলেন এক ব্যক্তি। আর সেই খুনে জড়িত সন্দেহে উঠে এসেছে রোহিত গোদারার নাম। যিনি বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। ভাইরাল হয়ে গিয়েছে খুনের হাড়হিম সিসিটিভি ফুটেজ।

মৃত ব্যক্তির নাম নাদির শাহ। এক জিমের বাইরে দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন আর একজনের সঙ্গে। সেই সময়ই সেখানে উপস্থিত হয় আততায়ী। তার পর বন্দুক বের করে পর পর গুলি চালাতে থাকে। চার থেকে পাঁচটি গুলি লাগে নাদিরের শরীরে। পরে হাসপাতালে তিনি মারা যান। এদিকে গুলি চালিয়ে একটি বাইকে করে চম্পট দিতে দেখা যায় খুনিকে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, তাঁরা অন্তত ১০ রাউন্ড গুলি চলার শব্দ পেয়েছেন। পুলিশের সন্দেহ, সম্ভবত ওই এলাকায় কোনও গ্যাংওয়ার চলছিল।

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা বিচার নয়, চেয়ার চায়, আমি পদত্যাগেও রাজি’, ডাক্তারদের মানুষের কথা মনে করালেন মমতা]

আর এর পরই সোশাল মিডিয়ায় ওই খুনের দায়স্বীকার করেন রোহিত। একই সঙ্গে এই মাসের গোড়ায় কানাডার ভ্যাঙ্কুভারে পাঞ্জাবি গায়ক এ পি ধিঁলোর বাড়ির বাইরে হওয়া হামলার দায়ও নিজের কাঁধে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, রোহিত আমেরিকায় থাকেন। গত দু-তিন বছর ধরেই তিনি আত্মগোপন করে রয়েছে। এদিনের হত্যাকাণ্ডের দায় নিজের কাঁধে নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, ‘আমি বিকানেরের গোদারার বাসিন্দা। আমরা নাদিরকে আজ দিল্লিকে খুন করেছি। আমার দাদা সমীর ভাই, যিনি তিহারে রয়েছেন, তিনি বার্তা পাঠিয়েছেন ও আমাদের শত্রুদের সঙ্গে দেখা করছে এবং আমাদের কাজকর্মে বাধা দিচ্ছে। আর তাই আমরা ওকে মারলাম। যারাই আমাদের বা আমাদের ভাইদের শত্রুদের সমর্থন করবে তাদের সবারই এক হাল হবে। আমাদের সব শত্রুরা তৈরি থাকো, শিগগিরি সাক্ষাৎ হবে।’

[আরও পড়ুন: ‘বিচারাধীন বিষয়’, নবান্নে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তিতে ‘সুপ্রিম’ যুক্তি মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement