Advertisement
Advertisement
Gujarat

গুজরাটের কালীমন্দিরে দুঃসাহসিক চুরি, উধাও বিগ্রহের ৭৮ লক্ষ টাকার গয়না

এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Man Arrested For Stealing Gold Necklaces From a Gujarat Temple
Published by: Kishore Ghosh
  • Posted:November 7, 2024 3:50 pm
  • Updated:November 7, 2024 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের কালীমন্দিরে বিরাট চুরি। পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপরে রয়েছে ওই মন্দিরটি। পুলিশ জানিয়েছে, মোট ৭৮ লক্ষ টাকার সোনার হার চুরি গিয়েছে। তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ অক্টোবর মন্দির থেকে গয়না চুরি হয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। মন্দির এবং তার আশপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজেই দেখা গিয়েছে, এক ব্যক্তি বাইক নিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করছেন। এর পরই বিদুরভাই বাসব নামের ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়ি সুরাটের উমরপাড়ায়। বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

ধৃতের কাছ থেকে ছটি সোনার হার উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৮ লক্ষ টাকারও বেশি। পুলিশকর্তা সোলাঙ্কি জানান, অভিযুক্ত নিজের বাইক নিয়ে পাভাগড় পাহাড়ের উপরে কালীমন্দিরে যান। গর্ভগৃহে প্রবেশের জন্য মন্দিরের উপরে বায়ুচলাচলের জন্য নির্দিষ্ট বড় ভেন্টিলেটর ব্যবহার করেন। স্বভাবতই মন্দিরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। চুরির ফলে ভবিষ্যতে কালীমন্দিরটির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement