Advertisement
Advertisement
Maharashtra

স্বামীর অত্যাচারে চরম সিদ্ধান্ত, দুই সন্তানকে বিষ খাইয়ে মারার পর আত্মহত্যা তরুণীর!

মৃতার ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

Maharashtra Woman poisoned 2 Kids and Jumps To Death

প্রতীকী ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:May 9, 2024 10:27 am
  • Updated:May 9, 2024 10:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra)। নির্যাতন করত স্বামী, সুইসাইড নোটে এই অভিযোগ জানিয়ে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৩০ বছরের তরুণী। তদন্ত সূত্রে জানা গিয়েছে, আগেই বিষ খাইয়ে দুই সন্তানকে হত্যা করেন তিনি। তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কাজের সূত্রে বাইরে থাকা অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম অশ্বিনী নিকুম্ভ। মৃত্যু হয়েছে ৮ বছরের আরাধ্যা, ২ বছরের অগস্তর। অশ্বিনী ও স্বপ্নীল কোনার্ক নগরের হরি বন্দন অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের বাসিন্দা। ঘটনার দিন ভোর ৭টা নাগাদ বহুতল থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন অশ্বিনী। তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা মতো আগেই দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছিলেন তরুণী। অশ্বিনীর ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা হয়েছে, স্বামীর অকথ্য অত্যাচারের কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে একটি ভিডিও বার্তা রেকর্ড করেন তরুণী। সেখানেও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। ওই ভিডিও নিজের আত্মীয়দের কাছে পাঠান।

Advertisement

 

[আরও পড়ুন: মোদিজি ঘাবড়ে গেলেন নাকি! আদানি খোঁচার পালটা তোপ রাহুলের]

যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন অভিযুক্ত অশ্বিনীর স্বামী স্বপ্নীল নিকুম্ভ। তদন্তের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সুইসাইড নোট, অশ্বিনীর ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তারির খবর নেই।

 

[আরও পড়ুন: অধিকার আইন লঙ্ঘন! গণছুটিতে বিপর্যস্ত এয়ার ইন্ডিয়াকে তোপ শ্রমিক কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement