Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

ভারত-পাক ম্যাচে দেশবিরোধী স্লোগান! মহারাষ্ট্রে মাদ্রাসা ছাত্রের বাড়ি ভাঙচুর

পালটা চক্রান্তের অভিযোগ পরিবারের।

Maharashtra teen accused of Anti-India remarks during IND vs PAK match and family says they are being framed
Published by: Arpan Das
  • Posted:March 9, 2025 5:35 pm
  • Updated:March 9, 2025 5:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের দিন দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হয় মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার ১৫ বছর বয়সি কিশোরের বিরুদ্ধে। এমনকী তাদের বাড়ি ও দোকানও ভাঙচুর করা হয়। যদিও পরিবারের দাবি, তাদের ফাঁসানো হয়েছে। তাদের ছেলে মাদ্রাসায় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে এবং খেলা নিয়ে কোনও উৎসাহ নেই বলেই বক্তব্য পরিবারের।

Advertisement

২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। সেখানে সহজেই জেতে ভারত। সেই ম্যাচে মহারাষ্ট্রের এক কিশোরের বিরুদ্ধে দেশবিরোধী স্লোগানের অভিযোগ উঠছে। সেই নিয়ে মামলা দায়ের করা হলে তার বাবা-মাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ওই কিশোরকে জুভেনাইল বোর্ডের হেফাজতে নেওয়া হয়। তারপরই বেআইনি নির্মাণের অভিযোগে ৩০-৩৫ জনের একটি দল ওই পরিবারের বাড়ি ও দোকান ভেঙে দেওয়ার কথা জানা যায়। ওই কিশোরের কাকার দোকানও ভেঙে দেওয়া হয়।

সিন্ধুদুর্গের এক পুলিশ অফিসার জানিয়েছেন, এই নিয়ে তদন্ত চলছে। যদিও ওই কিশোর ভারত-বিরোধী স্লোগান দিয়েছেন, এমন কোনও প্রমাণ তাদের কাছে নেই। অন্য এক অফিসারের দাবি, অভিযুক্তরা আপাতত জামিনে ছাড়া পেয়েছেন এবং দ্রুত চার্জশিট পেশ করা হবে। উলটো দিকে পরিবারের দাবি, তাঁদের ছেলেকে ফাঁসানো হচ্ছে।

ওই ঘটনা নিয়ে অভিযুক্ত কিশোরের দাবি, রাতের বেলা মসজিদ থেকে ফেরার সময় এক ব্যক্তি তার নাম জানতে চায়। সে বলে, “আমি ভয় পেয়ে অন্য নাম বলি। কিন্তু সে আমাকে ফের থামিয়ে জিজ্ঞেস করে আমি ক্রিকেট দেখি কিনা? আমাকে জিজ্ঞেস করে, ভারত-পাকিস্তান ম্যাচে কাকে সমর্থন করি? আমি ভারত বলি।” কিন্তু তারপরও তার বিরুদ্ধে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বলে দাবি ওই কিশোরের। তাকে মারধরও করা হয়। পরিবারের বক্তব্য, তাদের ছেলে খেলা দেখে না। তাদের সমস্যায় ফেলার জন্য ফাঁসানো হয়েছে। স্বচ্ছ তদন্তের দাবি তুলছেন তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement