Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha Election 2024

‘ভারতেই তো একটা পুতিন তৈরি হয়েছে’, মোদিকে তোপ দেগে বিস্ফোরক শরদ পওয়ার

মোদির নেতৃত্বে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবেন না, দেশবাসীর কাছে আর্জি পওয়ারের।

Lok Sabha Election 2024: Sharad Pawar compares PM Modi with Vladimir Putin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 23, 2024 11:17 am
  • Updated:April 23, 2024 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্লাদিমির পুতিনের মতোই ভয় দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)! নির্বাচনী প্রচারে গিয়ে এভাবেই তোপ দাগলেন শরদ পওয়ার। তাঁর কথায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীরা দেশ গড়েছিলেন। কিন্তু মোদি কেবল সমালোচনা করতেই ব্যস্ত। এক নতুন পুতিন তৈরি হয়েছে ভারতে।

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)  নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জোরকদমে প্রচারে নেমে পড়েছেন পওয়ার (Sharad Pawar)। নিজের দলের পাশাপাশি ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে তাঁকে। সোমবার মহারাষ্ট্রে অমরাবতীতে কংগ্রেস প্রার্থী বলবন্ত ওয়াংখেড়ের প্রচার সভায় যোগ দেন রাজ্যসভা সাংসদ পওয়ার। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে নভনীত রানাকে প্রার্থী করেছিল বিজেপি। তাঁকে সমর্থন করেছিল এনসিপি। বিপুল ভোটে জয়ী সাংসদ নবনীতকেই আসন্ন লোকসভা নির্বাচনে আবার টিকিট দিয়েছে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: শক্তির দৌড়, বিশ্বে সামরিক খরচের তালিকায় চতুর্থ ভারত

কিন্তু ২০২৪ সালে ভুল শুধরে নিতে চান বলে দাবি করলেন পওয়ার। সোমবার অমরাবতীতে দাঁড়িয়ে তিনি বলেন, “গতবার আমি আবেদন করেছিলাম বলে আপনারা বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছিলেন। কিন্তু আমার ভুল হয়েছিল। তাই অমরাবতীর মানুষের কাছে ক্ষমা চাইছি। এবার সময় এসে গিয়েছে সেই ভুল সংশোধন করে নেওয়ার।” কংগ্রেস প্রার্থীকে ভোট দিন, আমরাবতীর মানুষের কাছে এই আবেদন করেন এনসিপি নেতা।

তবে নির্বাচনী প্রচার করতে গিয়েই প্রধানমন্ত্রীকে সটান পুতিনের (Vladimir Putin) সঙ্গে তুলনা করেন পওয়ার। তাঁর কথায়, “জওহরলাল নেহরু থেকে নরসিমা রাও, মনমোহন সিং-সব প্রধানমন্ত্রীরাই দেশ গড়ার কাজ করেছেন। কিন্তু মোদি কেবলমাত্র নেহরুকে কটাক্ষ করে যান। গত ১০ বছরে সরকার কী কাজ করেছে সেটা আমজনতাকে না জানিয়ে সকলের সমালোচনা করতেই ব্যস্ত মোদি। দেশের মানুষকে ভয় দেখাচ্ছেন, ঠিক যেমনটা করে থাকেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে একটা নতুন পুতিন তৈরি হচ্ছে।” দেশবাসীর কাছে পওয়ারের আর্জি, মোদির নেতৃত্বে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবেন না।

[আরও পড়ুন: সুগারের মাত্রা ৩০০ পার, দীর্ঘ টালবাহানা শেষে তিহাড়ে প্রথম ইনসুলিন পেলেন কেজরি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement