Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মা-বোনদের মঙ্গলসূত্র কেড়ে মুসলিমদের দেবে কংগ্রেস! মোদির মন্তব্যে বিতর্কের ঝড়

মুসলিমদের নির্যাতন করেই ভোট পেয়ে আসছেন মোদি, তোপ বিরোধীদের।

Lok Sabha Election 2024: PM Modi made controversial statement on Muslim and Congress

ছবি: সোশাল মিডিয়া

Published by: Anwesha Adhikary
  • Posted:April 22, 2024 11:34 am
  • Updated:April 22, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা-বোনদের সোনার গয়না কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেয় কংগ্রেস! নির্বাচনী প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই মন্তব্যের পালটা দিয়ে সুর চড়িয়ে বিরোধীদের দাবি, দেশের বহু সমস্যা থেকে নজর ঘোরাতেই এইভাবে বিভেদের রাজনীতি ছড়াতে চাইছেন প্রধানমন্ত্রী।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানান মোদি। রবিবার রাজস্থানের একটি সভায় গিয়ে তিনি বলেন, “সরকারে থাকাকালীন কংগ্রেস (Congress) বলেছিল দেশের সম্পদের উপর মুসলিমদের অধিকার সকলের আগে। অর্থাৎ দেশের সম্পদ বন্টন করা হবে তাদের মধ্যে, যাদের পরিবারে বেশি সন্তান রয়েছে। অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হবে দেশের সম্পদ। কংগ্রেসের ইশতেহারেই বলা হয়েছে, মা-বোনদের সোনার গয়নার হিসেব করে সেই সম্পদ বিতরণ করা হবে। মনমোহন সিংয়ের সরকার তো বলেই দিয়েছে, দেশের সম্পদে অধিকার মুসলিমদেরই। আপনাদের মঙ্গলসূত্রটাও বাদ দেবে না।”

Advertisement

[আরও পড়ুন: রায়বরেলিতে রাজি প্রিয়াঙ্কা, আমেঠি কেন্দ্রে এগিয়ে রাহুল, দুই ‘গড়’-এ প্রার্থী গান্ধী পরিবার থেকেই!]

লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) চলাকালীন প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা শুরু করেছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “প্রথম দফার ভোট শেষ হতেই হতাশ হয়ে পড়েছেন মোদি। সেই জন্যই মিথ্যা কথা বলে আমজনতার নজর ঘোরাতে চাইছেন। কিন্তু দেশের মানুষ সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই ভোট দেবেন।” মোদিকে তোপ দেগেছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী সরাসরি মুসলিমদের অনুপ্রবেশকারী বলেছেন। আসলে ২০০২ সাল থেকে মুসলিমদের নির্যাতন করেই ভোট পেয়ে আসছেন মোদি। তাঁর জমানায় সমস্ত সম্পদ গিয়েছে ধনকুবের বন্ধুদের হাতে।”

তবে বিরোধীদের সমালোচনার সাফাই দিতে ২০০৬ সালে মনমোহনের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে বিজেপি। তাদের মতে, প্রধানমন্ত্রী অভিযোগ এনেছেন বলে বিরোধীদের মাথা ঘুরে গিয়েছে। কিন্তু রাজ্যসভার সাংসদ কপিল সিবলের তোপ, এমন বিতর্কিত মন্তব্য করার পরেও মোদির বিরুদ্ধে কমিশন কোনও ব্যবস্থা নেয়নি কেন?

[আরও পড়ুন: সদ্য হারিয়েছেন মেয়েকে, শোকার্ত কংগ্রেস নেতার বাড়ি গিয়ে CBI তদন্তের দাবি ‘সমব্যথী’ নাড্ডার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement