Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

বিজেপির হাত ধরার পুরস্কার! ২৫ হাজার কোটির দুর্নীতিতে ক্লিনশিট অজিত পওয়ারের স্ত্রীকে

অজিত বিজেপিতে যোগ দেওয়ার পর পরই ক্লিনচিট পেয়ে যান তাঁর স্ত্রী।

Lok Sabha 2024: Sunetra Pawar, gets clean chit In ₹ 25,000-crore 'scam'
Published by: Subhajit Mandal
  • Posted:April 24, 2024 6:32 pm
  • Updated:April 24, 2024 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ হাজার কোটি টাকার সমবায় দুর্নীতিতে ‘ক্লিনচিট’ পেয়ে গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার। সমবায় দুর্নীতি মামলায় সুনেত্রাকে অভিযুক্তের তালিকা থেকে সরিয়ে ফেলল মুম্বই পুলিশ। সুনেত্রা এবার এনডিএ সমর্থিত এনসিপি প্রার্থী হিসাবে লড়ছেন বারামতি থেকে।

সূত্রের খবর, ২৫ হাজার কোটির ওই সমবায় কেলেঙ্কারিতে গত জানুয়ারিতে ক্লোজার রিপোর্ট পেশ করেছে মুম্বই পুলিশ। ওই ক্লোজার রিপোর্টেই সুনেত্রা পওয়ারকে ক্লিনশিট দেওয়া হয়েছে। ওই মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন সুনেত্রা। ঘটনাচক্রে কাকা শরদ পওয়ারের সঙ্গ ছেড়ে অজিত মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পর পরই মুম্বই পুলিশ ওই ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল। যা সদ্যই প্রকাশ্যে এসেছে।

Advertisement

[আরও পড়ুন: কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর বড়সড় নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের, উদ্বেগে গ্রাহকরা

লোকসভা ভোটের বাজারে সেই তথ্য প্রকাশ্যে আসায় খানিকটা হলেও অস্বস্তিতে অজিত-সহ এনডিএ শিবির। বিজেপি নাকি ওয়াশিং মেশিন। বার বার অভিযোগ করে বিরোধীরা। কখনও তাঁরা আঙুল তোলেন শরদ পওয়ারের দিকে, কখনও আঙুল তোলেন প্রফুল্ল প্যাটেলের দিকে। এরা প্রত্যেকেই এনডিএ-তে যোগ দেওয়ার পর কোনও না কোনও কেলেঙ্কারি থেকে মুক্তি পেয়েছেন। সুনেত্রা সেই তালিকায় নয়া সংযোজন।

[আরও পড়ুন: আগুনে গরমে আইসক্রিমের হাতছানি! সকাল সকাল ভোট দিলেই মিলবে ‘পুরস্কার’, কোথায়?]

সুনেত্রা এবার এনসিপির ঘড়ি প্রতীক নিয়ে ‘পারিবারিক আসন’ বারামতি থেকে লড়ছেন। ওই কেন্দ্রটিতে বর্তমান সাংসদ সুপ্রিয়া সুলে। এবারও এনসিপির শরদ পওয়ার শিবিরের প্রার্থী হিসাবে লড়বেন সুপ্রিয়া। সেদিক থেকে দেখতে গেলে বারামতিতে এবার হেভিওয়েট দুই প্রার্থীর ‘পারিবারিক’ লড়াই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement