Advertisement
Advertisement
Kashmir

ভোটের কাশ্মীরে হামলা! ফারুক আবদুল্লার সভায় ছুরি হাতে তাণ্ডব আততায়ীর

নিরাপত্তার বড়সড় গলদ হিসাবেই গোটা বিষয়টিকে দেখছে ন্যাশনাল কনফারেন্স।

Knife attack in rally at Kashmir, three injured

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 19, 2024 6:00 pm
  • Updated:May 19, 2024 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের কাশ্মীরে (Kashmir) ছুরি হাতে তাণ্ডব আততায়ীর! ফারুক আবদুল্লার সভায় হামলা চালাল অজ্ঞাতপরিচয় আততায়ী। ছুরির আঘাতে গুরুতর জখম হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের তিন কর্মী। রবিবার পুঞ্চের একটি জনসভা চলাকালী ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, পুঞ্চের মেন্ধার এলাকায় রবিবার একটি বড়সড় জনসভার আয়োজন করেছিল ন্যাশনাল কনফারেন্স। পাশাপাশি রোড শোও হওয়ার কথা ছিল। অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রের প্রার্থী মিয়াঁ আলতাফ রাজৌরির সমর্থনে ওই জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তার পরে শুরু হয় রোড শো। সেখানেই ছুরি হাতে হামলা চালায় আততায়ী।

Advertisement

[আরও পড়ুন: প্রশ্নের মুখে মোদি-শাহর ন্যায় সংহিতা! সোমবারই মামলার শুনানি শুরু সুপ্রিম কোর্টে

রোড শোয়ে থাকা ন্যাশনাল কনফারেন্সের তিন যুবকর্মী আহত হয়েছেন বলে খবর। মেন্ধারের উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিন কর্মীকে। সেখানে চিকিৎসার সময়ে দুজনের শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত রাজৌরির মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলেই সূত্রের খবর।

নিরাপত্তার বড়সড় গলদ হিসাবেই গোটা বিষয়টিকে দেখছে ন্যাশনাল কনফারেন্স। প্রাক্তন বিধায়ক জাভেদ রানা বলেন, “এমনই নিরাপত্তা ছিল যে আমাদের যুবকর্মীরা জখম হলেন। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পুলিশকে।” প্রসঙ্গত, গত ৭ মে নির্বাচন (Lok Sabha Election 2024) হওয়ার কথা ছিল অনন্তনাগ ও রাজৌরি (Anantnag-Rajouri) লোকসভা কেন্দ্রে। কিন্তু ৫টি রাজনৈতিক দল ও তিনজন নির্দল প্রার্থীর তরফে ভোট পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি মেনে ২৫ মে ভোট পিছিয়ে দেয় নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: কফিন চোর! কার্গিল যুদ্ধের পর বাজপেয়ীদের তোপ দাগে কংগ্রেস, কী ছিল এই ‘কেলেঙ্কারি’?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement