Advertisement
Advertisement
Kanpur

‘অসুর’-এর ঘাড়ে কোপ ‘মা কালী’র, কানপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর

ধারালো ছুরি দিয়ে 'অসুর'-এর ঘাড়ে কোপ বসায় বছর ১৪-এর কালীরূপী নাবালক।

Kanpur teen enacting Goddess Kali slits throat of child in demons role

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:May 3, 2024 3:49 pm
  • Updated:May 3, 2024 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় করতে গিয়ে মর্মান্তিক কাণ্ড। অসুর বধ করতে গিয়ে অসুরের ভুমিকায় অভিনয় করা ১১ বছরের এক নাবালককে খুন করার অভিযোগ উঠল কালীর ভুমিকায় অভিনয় করা ১৪ বছর বয়সী এক নাবালকের বিরুদ্ধে। গত বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর জেলায়। এই ঘটনায় ১৪ বছরের ওই নাবালক-সহ আরও ২ শিশুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানপুরের বিলহাউর এলাকার বামভিয়ানপুর গ্রামে সুভাষ সাইনি নামে এক ব্যক্তির বাড়িতে ভগবত কথার অনুষ্ঠান ছিল। সেখানেই ছোটদের নিয়ে একটি ধর্মীয় নাটকের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন দেবদেবী ও অসুর ভুমিকায় অভিনয় করছিল শিশুরা। নাটক চলাকালীন নাটকেরই একটি অংশে ধারালো ছুরি দিয়ে অসুররূপী শিশুর ঘাড়ে আঘাত করে কালী সাজা এক নাবালক। ঘাড়ে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে শিশুটি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Advertisement

[আরও পড়ুন: প্রতীক জৈনকেই দেওয়া হোক দলের সাংগঠনিক পদ, এবার আইপ্যাক কর্তাকে ‘কটাক্ষ’ কুণালের]

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অসুরের ভুমিকায় অভিনয় করা শিশুটিকে বধ করার জন্য একটি নকল ত্রিশূল দেওয়া হয়েছিল কালীরূপী বালককে। তবে অভিনয়ের সময়ে ত্রিশূল খুঁজে না পেয়ে ধারালো ছুরি নিয়ে মঞ্চে ওঠে বালক। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় অভিনয়ে অংশ নেওয়া শিশুদের।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত নাবালককে জুভেনাইল আদালতে পেশ করা হবে, এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement