Advertisement
Advertisement

জেলে হঠাৎ বুকে ব্যথা! মৃত যোগীরাজ্যের কুখ্যাত গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারি

সম্প্রতি আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। 

Jailed UP gangster-politician Mukhtar Ansari dies
Published by: Biswadip Dey
  • Posted:March 28, 2024 11:13 pm
  • Updated:March 28, 2024 11:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারি (Mukhtar Ansari)। এদিন সন্ধ্যায় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জেলের ভিতরেই চিকিৎসা শুরু করেন। কিন্তু সন্দেহ ঘনায়, হৃদরোগেই আক্রান্ত হয়েছেন মুখতার। এর পরই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টারের। প্রসঙ্গত, সম্প্রতি আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। 

[আরও পড়ুন : নজরে পরিযায়ী ভোটব্যাঙ্ক, নির্বাচনের আগে শ্রমিকদের ঘরে ফেরাতে তৎপর সব দলই]

এদিন সন্ধ্যা থেকেই শরীর খারাপ ছিল মুখতারের। বিকেলের খাওয়া শেষের পর থেকেই তিনি বমি করতে থাকেন। শেষপর্যন্ত অসুস্থতা বাড়লে ডাক পড়ে চিকিৎসকদের। ৮টা ২৫ নাগাদ মুখতারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে চিকিৎসা করছিল ৯ চিকিৎসকের এক দল। কিন্তু শেষপর্যন্ত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

একেবারে সম্প্রতি আনসারি দাবি করেছিলেন উত্তরপ্রদেশে জেলের মধ্যে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে তাঁকে। এর পরই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় যোগীরাজ্যে। দুদিনের মধ্যেই মৃত হলেন কুখ্যাত গ্যাংস্টার।

উত্তরপ্রদেশ রাজনীতির চির বিতর্কিত মুখ গ্যাংস্টার মুখতার আনসারি। উত্তরপ্রদেশের মউ সদর বিধানসভা কেন্দ্রের পাঁচ বারের বিধায়ক তিনি। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের বিধায়ক কৃষ্ণানন্দ রাই-সহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে। সেই মামলায় ১০ বছরের কারাবাসের সাজা হয় তাঁর। এর পর সম্প্রতি অস্ত্রের ভুয়ো শংসাপত্র মামলায় এই মাফিয়া রাজনীতিকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছিল আদালত।

[আরও পড়ুন : ‘ঘরের বউ হলে ধোলাই দিত’, দিলীপের সমালোচনা করতে গিয়ে ‘বেলাগাম’ তৃণমূল বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement