Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই অবসাদে আত্মঘাতী স্ত্রী! একরাতেই ‘অনাথ’ শিশু

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন যুবক। 

Husband dies for illness wife killed herself in uttar pradesh
Published by: Subhankar Patra
  • Posted:February 14, 2025 6:39 pm
  • Updated:February 14, 2025 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন যুবক।  বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী। শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। এক রাতের ব্যবধানে পিতৃ-মাতৃহারা হল দম্পতির এক বছরের সন্তান। ঘটনায় বাকরুদ্ধ পরিবার।

Advertisement

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রূপেশ। তিনবছর আগে ফিরোজাবাদের রিনার সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের এক বছরের একটি সন্তানও রয়েছে। খুশি দম্পতি বলেই পরিচিত ছিলেন তাঁরা। তবে বেশ কিছুদিন আগে রূপেশের কিডনির অসুখ ধরা পড়ে। দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। অনেক চেষ্টার পরও তাঁকে সুস্থ করে তুলতে পারেনি পরিবার। বৃহস্পতিবার মারা যান তিনি।

এই খবর পাওয়ার পরই ভেঙে পড়েন স্ত্রী রিনা। স্থানীয় কাউন্সিলর রামগোলাপাল যাদব জানিয়েছেন, রূপেশের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে রিনা বলতে থাকেন, তাঁর জীবনের আর কিছু বাকি রইল না। রূপেশের শেষকৃত্য করার পর তাঁদের বাড়ি থেকে চলে আসেন প্রতিবেশীরা। শুক্রবার সকালে তাঁরা রিনার ঘরের দরজায় ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁরা দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলছেন রিনা। রামগোপাল বলেন, “বৃহস্পতিবার রূপেশের মৃত্যুর পর শুক্রবার সকালে ওঁর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্বামীকে হারানোর শোক সামলাতে পারেননি রিনা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement