Advertisement
Advertisement
Patna

হাসপাতালের ভিতরেই গুলিতে ঝাঁজরা ডিরেক্টর! চাঞ্চল্য পাটনায়

পুলিশ খতিয়ে দেখছে হাসপাতালের সিসিটিভি।

Hospital director shot dead in Patna

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:March 23, 2025 1:16 pm
  • Updated:March 23, 2025 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাটনায় হাসপাতালের ভিতরেই গুলিবিদ্ধ অধিকর্তা! তাঁকে রক্তাক্ত অবস্থায় দ্রুত এইমসে ভর্তি করা হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যাচ্ছে। নিহত চিকিৎসকের নাম সুরভী রাজ। তিনি পাটনার এশিয়া হাসপাতালের অধিকর্তা ছিলেন বলে জানা যাচ্ছে।

পাটনার পুলিশ কর্তা অতুলেশ ঝা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা জানতে পারি এশিয়া হাসপাতালের ডিরেক্টর সুরভী রাজ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সেখানে পৌঁছে জানতে পারে, হাসপাতালের কর্মীরা অধিকর্তার ঘরে ঢুকে দেখতে পান রক্তস্নাত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। দ্রুত তাঁকে এইমসে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত চলছে।” তিনি জানিয়েছেন, খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সিসিটিভি।

Advertisement

জানা গিয়েছে, শনিবার দুপুরে দুই শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে হাসপাতালের প্রশিক্ষণ সংক্রান্ত বৈঠক করেছিলেন সুরভী। পরে তাঁদের অন্য একটি ঘরে বসতে বলা হয়। তাঁরা সেখানে বসে থাকা অবস্থায় শব্দ পেয়েছিলেন। দৌড়ে অধিকর্তার ঘরে ঢুকতে দেখতে পান রক্তাক্ত সুরভীকে। যদিও হাসপাতালের অন্য কর্মীদের দাবি, তাঁরা কোনও গুলির শব্দ পাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub