Advertisement
Advertisement

Breaking News

Hathras Stampede

হাথরাস কাণ্ডে অবশেষে মামলা ভোলেবাবার বিরুদ্ধে, তবে উত্তরপ্রদেশে নয়

দুর্ঘটনার পর ভোলে বাবাকে নিয়ে নানা সমালোচনা হলেও পুলিশের দায়ের হওয়া এফআইআরে তাঁর নাম নেই।

Hathras stampede: First case against Bhole Baba at Patna court

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2024 4:09 pm
  • Updated:July 6, 2024 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাথরাস কাণ্ডে অবশেষে স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা ওরফে সুরজ পাল সিংয়ের বিরুদ্ধে দায়ের হল মামলা। তবে উত্তরপ্রদেশে নয়। ওই মামলাটি দায়ের হয়েছে বিহারের এক আদালতে। উত্তরপ্রদেশ পুলিশ এখনও স্বঘোষিত এই ধর্মগুরুকে অভিযুক্ত হিসাবে দেখাতে রাজি নয়।

হাথরাসে (Hatharas) সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন খোদ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু আলোচনার কেন্দ্রে যিনি সেই ভোলে বাবার বিরুদ্ধে এখনও উত্তরপ্রদেশ পুলিশ কোনও অভিযোগ আনেনি। শনিবার বিহারের পাটনার ম্যাজিস্ট্রেটের আদালতে প্রথম ওই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর বিদায়ী ভাষণের সময় দামি পোশাকে অক্ষতা! নেটিজেনদের কটাক্ষের মুখে সুনাক জায়া]

উল্লেখ্য, ওই পদপিষ্ট হওয়ার ঘটনার পর থেকেই কার্যত বেপাত্তা ছিলেন ভোলেবাবা। এর আগে একটি লিখিত বিবৃতি দিলেও প্রকাশ্যে আসেননি। শনিবারই প্রথম ক্যামেরার সামনে দেখা গেল তাঁকে। তাঁর কথায়, ”ঈশ্বর এই যন্ত্রণা সহ্য করার শক্তি দিন আমাদের। প্রশাসন ও সরকারের উপরে বিশ্বাস রাখুন। আমার বিশ্বাস, যার জন্য সেদিন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সে নিস্তার পাবে না। আমার আইনজীবী এ পি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যের কাছে আর্জি জানাচ্ছি মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার এবং জীবনভর তাঁদের সাহায্য করার।”

[আরও পড়ুন: বিদায় রোনাল্ডো, ইউরো মহাকাব্যে অন্তহীন পর্তুগিজ কিংবদন্তির বীরগাথা]

প্রসঙ্গত, দুর্ঘটনার পর ভোলে বাবাকে (Bhole Baba) নিয়ে নানা সমালোচনা হলেও পুলিশের দায়ের হওয়া এফআইআরে তাঁর নাম নেই। ভোলে বাবার ‘মুখ্য সর্দার’ অর্থাৎ ঘনিষ্ঠ সহকারী এই মামলায় প্রধান অভিযুক্ত। তাঁকে ইতিমধ্য়েই গ্রেপ্তার করেছে পুলিশ। এযাবৎ সব মিলিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement