Advertisement
Advertisement

Breaking News

Gujarat

গুজরাটের বন্ধ ফ্ল্যাটে গুপ্তধনের খোঁজ! উদ্ধার ৯৫ কেজি সোনা ও নগদ টাকা

বাড়ির মালিকের খোঁজে তদন্তকারীরা।

Gujarat ATS seizes over 95 kg Gold, cash worth rs 90 crore in Ahmedabad
Published by: Amit Kumar Das
  • Posted:March 18, 2025 4:49 pm
  • Updated:March 18, 2025 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের আহমেদাবাদের বন্ধ ফ্ল্যাটে গুপ্তধনের খোঁজ। অভিযান চালিয়ে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল ৯৫ কেজি সোনা ও নগদ ৭০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৯০ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির খোঁজ মেলার পর বাড়ির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় আহমেদাবাদের পালদি এলাকার ওই বন্ধ ফ্ল্যাটে অভিযান চালায় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা (ATS) ও রাজস্ব গোয়েন্দা দপ্তর (DRI)। ফ্ল্যাটের মধ্যে তল্লাশি চালানোর সময় চোখ কার্যত কপালে ওঠে তদন্তকারীদের। এটিএসের সহকারী পুলিশ কমিশনার এসএল চৌধুরী বলেন, “ওই ফ্ল্যাটের থেকে ৯৫ কেজি সোনা ও অন্যান্য গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি ৭০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফ্ল্যাটটির মালিক মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহের। অনুমান করা হচ্ছে, পাচারের উদ্দেশে এই সোনা আনা হয়েছিল। উদ্ধার হওয়া এই সোনার সঠিক বাজার মূল্য কত তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের অনুমান এই সোনার বাজারমূল্য ৮০ থেকে ৯০ কোটি টাকা।”

Advertisement

পাশাপাশি ওই পুলিশ কর্তা জানান, অভিযুক্ত মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহ শেয়ার বাজার ব্যবসা করতেন। পাশাপাশি জুয়া ও সোনা পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। অভিযান চালানোর সময় ওই ফ্ল্যাট বন্ধ অবস্থায় ছিল। টাকা ও সোনা উদ্ধারের পর তা মাপতে টাকা গোনার মেশিন ও সোনা ওজনের যন্ত্রপাতি আনানো হয়। তবে এই গুপ্তধন উদ্ধার হলেও এর মালিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ওই দুই অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শীঘ্রই গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের। এরপরই জানা যাবে কোথা থেকে এল এই বিরাট গুপ্তধন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub