Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

মদ খেয়ে কলেজের অনুষ্ঠানে ঢুকতে বাধা, গার্ডকে কোপাল মদ্যপ ছাত্র!

কলেজের গেটের সামনেই মৃত্যু হয় গার্ডের।

Drunk Student Stopped At Bengaluru College Gate, Stabs Guard

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 4, 2024 4:43 pm
  • Updated:July 4, 2024 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় এক ছাত্রকে কলেজের অনুষ্ঠানে ঢুকতে বাধা দিয়েছিলেন গার্ড। কিন্তু কলেজে ঢুকবে বলে নাছোড়বান্দা ছিল ওই ছাত্র। যা নিয়ে দুজনের মধ্যে চরমে ওঠে বিবাদ। পকেট থেকে ছুরি বের করে গার্ডকে কুপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মদ্যপ ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অমৃতহাল্লির সিন্ধি কলেজে। এদিনে সেখানে অনুষ্ঠান চলছিল। অভিযোগ, দুপুর সাড়ে ৩টে নাগাদ মদ খেয়ে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করছিল ভার্গব নামে ওই ছাত্র। তাকে মদ্যপ অবস্থায় দেখে কলেজের গেটেই আটকে দেন গার্ড জয়কিশোর রায়। ভিতরে ঢুকতে বাধা দেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কে নেশার দ্রব্য, হায়দরাবাদে অচৈতন্য তরুণীকে গাড়ির ভিতরেই ধর্ষণ!]

পুলিশ সূত্রে খবর, কলেজে ঢোকা নিয়ে জয়কিশোরের সঙ্গে বচসায় জড়ায় ভার্গব। বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয় দুজনের মধ্যে। তার পরই হঠাৎ ছুরি বের করে জয়কিশোরের বুকে বসিয়ে দেয় ভার্গব। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন জয়কিশোর। কলেজের গেটের সামনেই মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজ দেখে ভার্গবকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্র প্রাপ্তবয়স্ক। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সে মদ্যপ অবস্থায় ছিল কিনা তা জানতে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

[আরও পড়ুন: ফের ভয়ংকর গুলির লড়াই ছত্তিশগড়ে, যৌথবাহিনীর এনকাউন্টারে খতম ৫ মাওবাদী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement