Advertisement
Advertisement

Breaking News

Dhruv Rathee

‘অপরাধীরাই নিগৃহীত হওয়ার ভান করছে’, নাম না করে স্বাতীকে খোঁচা ধ্রুব রাঠির!

ধ্রুবর 'পক্ষপাতদুষ্ট' ভিডিও নিয়ে স্বাতীর তোপের পরই এবার মুখ খুললেন ইউটিউবার।

Dhruv Rathee's post after Swati Maliwal's 'death threat' charge
Published by: Biswadip Dey
  • Posted:May 28, 2024 1:48 pm
  • Updated:May 28, 2024 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee) নিয়ে রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল অভিযোগ করেছিলেন, ধ্রুবর ‘পক্ষপাতদুষ্ট’ ভিডিওর পরই নাকি তিনি ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন। এবার এই বিতর্কে মুখ খুললেন ধ্রুব। নিজের এক্স হ্যান্ডলে তিনি দাবি করলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সেই সঙ্গে স্বাতীর নাম না নিয়ে ধ্রুবর তোপ, ‘অপরাধীরা নিগৃহীত হওয়ার ভান করছে।’

ঠিক কী লিখেছেন ধ্রুব? তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রতিদিন খুনের হুমকি, ভয়ংকর অপমান, আমাকে অসম্মানিক করার জন্য প্রচার চালানো- আমি এখন এসবে অভ্যস্ত। কিন্তু মজার বিষয় হল, অপরাধীরা শিকার হওয়ার ভান করছে। সবাই জানে এসবের পেছনে কারা আছে। তারা আমাকে চুপ করতে চায়। কিন্তু সেটা হবে না। আপনি একজন ধ্রুব রাঠিকে চুপ করলে, এক হাজার নতুন জেগে উঠবে। জয় হিন্দ।’

Advertisement

[আরও পড়ুন: যাবজ্জীবন সাজা থেকে মুক্তি, খুনের মামলায় হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে রাম রহিম]

প্রসঙ্গত, রবিবারই ধ্রুবর বিরুদ্ধে লম্বা টুইট করেন স্বাতী (Swati Maliwal)। সেখানে তিনি জানান, আপের নেতাকর্মী তাঁর চরিত্র হননে প্রচার চালাচ্ছে। তাঁকে লজ্জায় ফেলার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আবেগ উসকে দেওয়া হচ্ছে। “এই অবস্থায় আমি ধর্ষণ এবং খুনের হুমকি পাচ্ছি। ইউটিউবার ধ্রুব রাঠির পক্ষপাতদুষ্ট ভিডিওর পর হেনস্তার পরিমাণ বেড়ে গিয়েছে।” স্বাতী আরও দাবি করেছেন, আপ শীর্ষ নেতৃত্ব অভিযোগ তুলে নিতে তাঁকে চাপ দিচ্ছে। ধ্রুবের বিরুদ্ধে অভিযোগ করেন, ইউটিউবারের সঙ্গে তিনি যোগযোগ করার চেষ্টা করেছিলেন নিজের পক্ষ রাখার জন্যে, যদিও স্বাতীর ফোন এবং মেসেজের জবাব দেননি ধ্রুব। এবার স্বাতীর নাম না করেই এর জবাব দিলেন ধ্রুব। দেখার, এর জবাবে স্বাতী কোনও প্রতিক্রিয়া জানান কিনা।

উল্লেখ্য, গত ১৩ মে কেজরির (Arvind Kejriwal) সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন স্বাতী। সেখানেই আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব বৈভব কুমার! ইতিমধ্যেই তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

[আরও পড়ুন: অভিযুক্তকে আড়াল করতে মাঝরাতে ফোন অজিত পওয়ারের! পোর্শেকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement