Advertisement
Advertisement

Breaking News

Delhi Boy

স্কুলেই ছাত্রের উপর যৌন অত্যাচার! পায়ুদ্বারে লাঠি ঢোকাল সহপাঠীরা

এক মাসেরও বেশি সময় ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

Delhi Boy allegedly physically Assaulted By Classmates

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:May 5, 2024 1:57 pm
  • Updated:May 5, 2024 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের ভিতরেই সহপাঠীর উপর ভয়াবহ অত্যাচার! লাঠি দিয়ে বেধড়ক মারধরের পর সেই লাঠিই পায়ুদ্বারে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে দিল্লির এক স্কুলে। এক মাসেরও বেশি সময় ধরে অষ্টম শ্রেণি পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

ঘটনাটি ঘটে ১৮ মার্চ। পড়ুয়ার মা জানিয়েছেন, মিথ্যা লোভ দেখিয়ে একদল পড়ুয়া তাঁর ছেলেকে ক্লাস থেকে বের করে নিয়ে যায়। এর পর তাকে বিবস্ত্র করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তার পর সেই লাঠিই তার পায়ুদ্বারে ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে তার অন্ত্র ক্ষতবিক্ষত হয়ে যায়। বাড়ি ফিরে মাকে জানায় তার পেটে ব্যথা হচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। এর পরই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয়। ডাক্তারি পরীক্ষা করতেই অন্ত্র ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তার।

Advertisement

[আরও পড়ুন: পর পর দুই বাড়িতে চুরি, জানলার গ্রিল ভেঙে বিপুল নগদ ও প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট]

টানা এক মাস হাসপাতালে তার চিকিৎসা চলে। দিন দুয়েক আগে বাড়ি ফিরেছে অষ্টম শ্রেণির পড়ুয়ারা। তিনমাস পর তার আরও একটি অস্ত্রোপচার হওয়ার কথা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন ওই পড়ুয়ার মা। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ভাষা বিভ্রাটের জের, ৩৪৭ দিন জেলবন্দি কোলের সন্তান-সহ দুই মহিলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement