Advertisement
Advertisement

Breaking News

Atal Setu

অটল সেতুতে ফাটল! কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিল বিজেপি

দেশের দীর্ঘতম সমুদ্রসেতু অটল সেতুর উদ্বোধন হয়েছিল গত জানুয়ারিতে।

Cracks on Atal Setu, alleges Mumbai Congress chief
Published by: Biswadip Dey
  • Posted:June 22, 2024 3:27 pm
  • Updated:June 22, 2024 3:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের দীর্ঘতম সমুদ্রসেতু অটল সেতু। গত জানুয়ারিতে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সেই সেতুতে দৃশ্যমান ফাটল ঘিরে। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে অভিযোগ করেছেন, দক্ষিণ মুম্বই ও নবি মুম্বইয়ের সংযোগকারী অটল সেতুর নির্মাণে দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপিও।

এমটিএইচএল অর্থাৎ মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের অন‌্য নাম সেওরি-নাভা শিভা সি লিঙ্ক। বছরের শুরুতে এই সেতুর উদ্বোধন করেন মোদি। হাজির ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। জানা যায়, ১৭৭৯০৩ মেট্রিক টন লোহা ব্যবহার করে তৈরি হয়েছে সেতুটি। আইফেল টাওয়ারের চেয়ে ১৭ গুণ বেশি ওজনের লোহা ব্যবহার হয়েছে সেতুটি বানাতে। ২১.৮ কিমি দীর্ঘ ৬ লেনের ওই সেতুটির ১৬.৫ কিমিই সমুদ্রের উপর দিয়ে গিয়েছে। কিন্তু সেই সেতুতেই এবার ফাটল! নানা পাটোলের দাবি, তিনি দিনের আলোয় সেতুটি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন। তাঁর নজরে এসেছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা খরচ করে নির্মিত সেতুটির (Atal Setu) অনেকটা অংশই বসে গিয়েছে। দেখা দিয়েছে ফাটল।

Advertisement

[আরও পড়ুন; ‘বাচ্চা চুরি করতে এসেছিস’, বলেই ইদের মেলায় যুবককে গণধোলাই, বারাসতের পর এবার বারাকপুর]

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি ও মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথোরিটি। তাদের দাবি, যে ফাটলের কথা বলা হচ্ছে তা সেতুতে নেই। বরং সেতু সংলগ্ন নবি মুম্বই-উলওয়ের রাস্তাতে রয়েছে। বিজেপি এক্স হ্যান্ডলে লিখেছে, ‘অটল সেতুকে বদনাম করা বন্ধ করুন।’ ফড়নবিস সকলকে আশ্বস্ত করে দাবি করেছেন, অটল সেতু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘একটা বিষয় পরিষ্কার, ফাটল না থাকলেও কংগ্রেসের দীর্ঘকালীন পরিকল্পনা মিথ্যের সাহায্যে ফাটল তৈরি করা।’

[আরও পড়ুন: গার্স্টিন প্লেসে পুড়ে ছাই মামলার নথি, দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement