Advertisement
Advertisement
Uttar Pradesh

রেললাইনে রিল বানানোর খেসারত, যোগীরাজ্যে ট্রেনের ধাক্কায় মৃত্যু স্বামী, স্ত্রী ও সন্তানের

ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দম্পতি এবং তাঁদের সন্তানের।

Couple, Son Killed After Being Hit By Train While Making Reel In Uttar Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:September 11, 2024 5:50 pm
  • Updated:September 11, 2024 6:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণের চেয়েও সেলফির মূল্য বেশি! রিলের বিষয়েও একই কথা বলা যায়। বিখ্যাত হওয়ার বাসনায়, সহজ উপায় অর্থের সংস্থান করতে গিয়ে হামেশাই বিপদে পড়ছে মানুষ। গোটা দেশেই এক অবস্থা। এবারের ঘটনাটি উত্তরপ্রদেশের। 

যোগীরাজ্যে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের।নিহত হয়েছেন স্বামী, স্ত্রী এবং তাঁদের তিন বছরের ছেলের। লখিমপুর খেরি জেলার উমারিয়া গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমেছে পরিবারটির গ্রামে। 

Advertisement

 

[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]

খেরি শহর থানার পুলিশকর্তা অজিত কুমার জানিয়েছেন, বুধবার ভোরে উমারিয়া গ্রামে রেললাইনে ওই দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে মহম্মদ আহমেদ (২৬), নাজনিন (২৪) এবং তাঁদের ৩ বছরের ছেলে আবদুল্লার। পরিবারটি সীতাপুর জেলার শেখ টোলার বাসিন্দা। এদিন রিল বানানোর জন্যই রেলওয়ে ট্র্যাকে গেছিলেন তাঁরা। মুহূর্তের ভুলে ট্রেনে ধাক্কা খায় ৩ জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

 

[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement