সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রো স্টেশন ভিড়ে ঠাসা। মেট্রো আসার অপেক্ষায় বহু যাত্রী। তাদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন যুগল। সেখানেই শরীরী খেলায় মেতে উঠলেন দু’জনে। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। ওই ভিডিও দেখে সমালোচনায় সরব প্রায় সকলেই।
ঘটনাটি বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনের। ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র দেড় মিনিটের। ওই ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন। তাঁর পরনে সাদা রঙের টি-শার্ট ও মানানসই ট্রাউজার। তাঁর ঠিক পিছনদিক ঘেঁসে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। ওই যুবক ধীরে ধীরে তরুণীর টি-শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দেন। স্তনে হাত দেন। তরুণী স্পষ্ট বুঝতে পারছেন ওই যুবক কী করছেন। তিনি যে যুবকের স্পর্শ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, তা ভিডিওতেই ধরা পড়া তরুণীর অভিব্যক্তিতেই স্পষ্ট। তবে শুধু স্টেশন নাকি মেট্রোর ভিতরেও যুগল শরীরী খেলা চালিয়ে গিয়েছিলেন কিনা, তা অবশ্য ওই ভিডিওতে দেখা যায়নি।
এই ‘দুষ্টু’ ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়ামাত্রই ভাইরাল। নেটিজেনদের একাংশ এই ভিডিওটি দেখেই অগ্নিশর্মা। তাঁরা এতই রেগে গিয়েছেন যে ওই যুগলের শাস্তির দাবি করতেও ছাড়েননি। আবার কারও কারও আক্ষেপ, দিল্লির সঙ্গে বেঙ্গালুরুর কোনও তফাৎ থাকল না। আবার কোনও কোনও নেটিজেন ওই যুগলের শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কীভাবে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশনে এই কাজ করা সম্ভব, সে প্রশ্নও তোলেন কেউ কেউ। তবে রসিক নেটিজেনের তো আর অভাব নেই। তাঁরা খানিকটা মজার ছলেই বলছেন, হয়তো তেমন উপযুক্ত জায়গার বন্দোবস্ত করতে পারেননি যুগল, সে কারণে মেট্রো স্টেশনে এহেন কাজ করতে হয়েছে।
बेंगलुरु मेट्रो भी अब #delhimetro की राह पर चल पड़ी है! #bengalurumetro #ViralVideos pic.twitter.com/ppzbQlqTUB
— Ritesh Mishra (@Ritesh_Mishraaa) April 11, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.