Advertisement
Advertisement
Jammu And Kashmir

নিজের রাইফেল থেকেই হঠাৎ ছুটে এল গুলি, উপত্যকায় মৃত পুলিশকর্মী

প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে মনে করা হলেও, আত্মহত্যার তত্ত্বও এড়িয়ে যাচ্ছেন না তদন্তকারীরা।

Cop Dies After Rifle Goes Off Accidentally In Jammu And Kashmir's Poonch
Published by: Amit Kumar Das
  • Posted:August 13, 2024 8:57 am
  • Updated:August 13, 2024 8:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। নিজের রাইফেল থেকে ছিটকে আসা গুলিতে প্রাণ হারালেন এক পুলিশকর্মী। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায়। মৃত পুলিশকর্মীর নাম মহম্মদ আসিফ। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা হিসেবেই মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসিফ পুঞ্চের সুরানকোটের বাসিন্দা। স্থানীয় জেলা উন্নয়ন পরিষদের সদস্য সোহেল মালিকের ব্যক্তিগত নিরাপত্তা অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছিল। সোমবার সুরানকোটের আইটিআইয়ের কাছে নিজের সার্ভিস রাইফেল হাতে ডিউটিতে ছিলেন তিনি। সেই সময় ঘটে দুর্ঘটনা। কোনওভাবে নিজের রাইফেল থেকে অতর্কিতে গুলি ছুটে এসে তাঁর শরীর ফুঁড়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসিফের। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যা করেছেন ওই পুলিশকর্মী তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ভোট বানচালই উদ্দেশ্য! কাশ্মীরে সন্ত্রাসে ছড়াতে নেতৃত্বে জইশ প্রধান মাসুদের ভাই অসগর]

মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়ার পাশাপাশি আসিফের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি এই ঘটনার পিছনে আরও একটি তত্ত্ব উঠে আসছে। তা হল, নিজের রাইফেল কোনও কারণে অকেজো হয়ে পড়ায় তা ঠিক করার চেষ্টা করছিলেন আসিফ। সেই সময় হঠাৎ ছিটকে আসে গুলি। কোনও তত্ত্বই উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

[আরও পড়ুন: ৭১-এর পাক আত্মসমর্পণের ভাস্কর্য ভাঙচুর বাংলাদেশে, কড়া প্রতিক্রিয়া শশী থারুরের]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement