Advertisement
Advertisement

Breaking News

LPG Cylinder

নতুন বছরে সুখবর, একধাক্কায় অনেকখানি কমল রান্নার গ্যাসের দাম

কত টাকা কমল দাম?

Commercial LPG Gas cylinder price cheaper from today

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:January 1, 2025 8:52 am
  • Updated:January 1, 2025 9:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর জন্য সুখবর। একধাক্কায় অনেকখানি কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। বুধবার থেকে ১৯ কিলোর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে ১৪.৫০ টাকা। যদিও ১৪ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে।

দিল্লিতে ১৯ কেজি এলপিজি (LPG) সিলিন্ডারের দাম ছিল ১৮১৮.৫০ টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়াল ১৮০৪ টাকা। অন্যদিকে কলকাতায় দাম কমেছে ১৬ টাকা। এখানে ১৯ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ১৯১১ টাকায়। একই ভাবে মুম্বইয়েও সিলিন্ডারপিছু মূল্য ১৬ টাকা কমে ১৭৭১ থেকে কমে ১৭৫৬ টাকা হল। বিহারে ২০৭২.৫০ টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে ২০৫৭ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪ কেজির দামে কোনও বদল আনা হয়নি। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি।

Advertisement

উল্লেখ্য, সাধারণত ৬ মাস অন্তর বাণিজ্যিক রান্নার গ্যাসের কিছুটা রদবদল দেখা যায়। এর আগে গত ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৭২.৫ টাকা পর্যন্ত বাড়ে। কলকাতা ও চেন্নাইয়ে এই দাম ১৭১ টাকা পর্যন্ত বাড়ে। দেশের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি ঘটে মুম্বইয়ে এখানে ১৭৩ টাকা দাম বেড়েছিল। তারপর থেকে অবশ্য ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে গ্যাসের দাম নিচের দিকেই নেমেছে। এবার নতুন বছরের প্রথম দিনে আরও খানিক স্বস্তি দিল কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement