Advertisement
Advertisement

Breaking News

Chardham Yatra

দুর্যোগে ধস নামার আশঙ্কা, ভারী বৃষ্টির জেরে অমরনাথের পর উত্তরাখণ্ডে চারধাম যাত্রাও বন্ধ

মৌসম ভবনের পূর্বাভাস, ৭ এবং ৮ জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতা জারি হয়েছে কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে। দেরাদূন, হরিদ্বার, তেহরির মতো জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা।

Chardham Yatra On Hold Amid Heavy Rain Alert
Published by: Kishore Ghosh
  • Posted:July 7, 2024 4:27 pm
  • Updated:July 7, 2024 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক হল গোটা দেশে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাব পড়ল উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম যাত্রায়। মৌসম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ওই রাজ্যের সব জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। এই অবস্থায় সাময়িকভাবে চারধাম যাত্রা বন্ধ থাকবে, জানিয়ে দিল স্থানীয় প্রশাসন। বিপদ এড়াতে পুণ্যার্থীরা যে যেখানে আছেন, সেখানেই আশ্রয় নিতে বলা হয়েছে। উল্লেখ্য, দুর্যোগের জেরে জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রাও (Amarnath Yatra) স্থগিত হয়েছে।

মৌসম ভবনের পূর্বাভাস, ৭ এবং ৮ জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। লাল সতর্কতা জারি হয়েছে কুমায়ুন, পাউরি, চামোলি এবং রুদ্রপ্রয়াগে। দেরাদূন, হরিদ্বার, তেহরির মতো জেলাতে জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিতে রাস্তায় ধস নামার সম্ভাবনা রয়েছে। নদীগুলির জলও বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে বিপজ্জনক পরিস্থিতি। সেকথা মাথায় রেখেই চারধাম যাত্রা বন্ধ করেছে প্রশাসন। উল্লেখ্য, ১০ মে থেকে চারধাম যাত্রা শুরু হয়েছে। চলবে নভেম্বর পর্যন্ত।

Advertisement

 

[আরও পড়ুন: নাচেই জগন্নাথ বন্দনা ডোনার, ইন্দ্রাণী হালদারের ভোগে থাকে রকমারি পদ]

এদিকে শনিবার আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কয়েক জায়গায় ধস নামায় রাস্তা বসে যায়। তার আগেই বৃহস্পতিবার জম্মু থেকে ৫৬০০ পুণ্যার্থী বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশে রওনা দেন। যদিও দুর্যোগ শুরু হতেই তাঁদের মাঝপথেই থামিয়ে দেওয়া হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত অমরনাথ যাত্রার অনুমতি মিলবে না। উল্লেখ্য, গত ২৯ জুন শুরু হয়েছে অমরনাথ যাত্রা। চলবে ১৯ অগস্ট পর্যন্ত।

 

[আরও পড়ুন: হার্দিক-নাতাশার বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অভিনেত্রীর ভিডিও ঘিরে চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement