Advertisement
Advertisement

Breaking News

MGNREGA

ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বাড়াল কেন্দ্র, বৃদ্ধির হারেও ‘বঞ্চনা’ বাংলাকে!

লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেতনবৃদ্ধির হার এত কম কেন?

Centre notifies hike in MGNREGA wage rates

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 28, 2024 1:53 pm
  • Updated:March 28, 2024 2:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। একেক রাজ্যে একেক হারে বাড়ানো হল মজুরি। বাংলায় দিনপিছু ১০০ দিনের কাজের মজুরি বাড়ল ১৩ টাকা। আগে প্রতিদিন ২৩৭ টাকা করে মজুরি পেতেন কর্মীরা। এবার সেটা বেড়ে হল ২৫০ টাকা প্রতিদিন।

কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় ১০০ দিনের শ্রমিকদের মজুরি বেড়েছে ১৩ টাকা। শতাংশের হিসাবে ৫.৫ শতাংশ। সে তুলনায় একাধিক বিজেপি শাসিত রাজ্যে মজুরি বৃদ্ধির হার অনেক বেশি। উদাহরণ হিসাবে বলা যায়, ১০০ দিনের কাজের মজুরি সবথেকে বেশি দেওয়া হচ্ছে হরিয়ানাতে। সেখানে বরাদ্দ ৩৭৪ টাকা। শতাংশের হিসেবে মনরেগার মজুরি সবচেয়ে বেশি বেড়েছে গোয়াতে। সেখানে একবারে দৈনিক মজুরি বেড়েছে ৩৪ টাকা। বিজেপি শাসিত গুজরাটে বেতন বৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। তবে উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতেও মজুরিবৃদ্ধির হার বাংলার থেকেও কম। বিজেপি শাসিত অসমে মজুরি বেড়েছে মাত্র ৪.৬ শতাংশ। 

Advertisement

[আরও পড়ুন: দিলীপের পর হিরণ! পুলিশকে ‘হুমকি’ দেওয়ায় বিজেপি প্রার্থীকে কমিশনের ‘শোকজ’]

এমনিতেই কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলার প্রাপ্য ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে। কেন্দ্র দীর্ঘদিন বকেয়া না মেটানোয় শেষমেশ রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা দেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে। লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বকেয়াকে অন্যতম ইস্যু হিসাবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এবার মজুরি বৃদ্ধির ক্ষেত্রেও বঞ্চনার অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেতনবৃদ্ধির হার এত কম কেন?

[আরও পড়ুন: মিরজাফরের পাশে ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র! পূর্বপুরুষের ‘গদ্দারি’ নিয়ে বিপাকে পদ্মপ্রার্থী রাজমাতা]

আরও একটা অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে উঠছে। সেটা হল, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের। বিরোধীদের প্রশ্ন, ভোট ঘোষণা হওয়ার পরও কেন্দ্র যেভাবে ১০০ দিনের কাজের বেতনবৃদ্ধির ঘোষণা করল, তা ভোটারদের প্রভাবিত করবে। যদিও কেন্দ্রের যুক্তি, এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার শুধু বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement