Advertisement
Advertisement
Andhra Pradesh

মহিলাদের শৌচালয়ে লুকনো ক্যামেরা, ভিডিও বিক্রি মোটা টাকায়! চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশের কলেজে

গোটা ঘটনায় অভিযুক্ত কলেজেরই পড়ুয়া।

Camera at women hostel in Andhra Pradesh college, sparks protest
Published by: Anwesha Adhikary
  • Posted:August 30, 2024 12:24 pm
  • Updated:August 30, 2024 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের হস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা। সেই ক্যামেরার দিয়ে তোলা হচ্ছে আপত্তিকর ভিডিও। তার পরে অন্যদের কাছে মোটা টাকায় সেই ভিডিও বিক্রি করা হচ্ছে! চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। শৌচালয়ে লুকানো ক্যামেরা দেখতে পেয়ে ব্যাপক প্রতিবাদে শামিল হন মহিলা পড়ুয়ারা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও।

বিস্ফোরক অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণন জেলার গুডলাভালেরু ইঞ্জিনিয়ারিং কলেজে। বৃহস্পতিবার বিকেলের দিকে ওই কলেজের পড়ুয়ারা আচমকাই দেখতে পান, শৌচালয়ে রাখা রয়েছে গোপন ক্যামেরা। সন্ধে সাতটা থেকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ শুরু করেন ছাত্রীরা। শুক্রবার সকাল পর্যন্ত সুবিচারের দাবিতে বিক্ষোভ জারি রাখেন। সেখানে যোগ দেন স্থানীয়রাও। গোটা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আন্দোলন। কেন এমন হেনস্তার মুখে পড়তে হবে ছাত্রীদের, কর্তৃপক্ষের কাছে সেই জবাবদিহিও চান।

Advertisement

[আরও পড়ুন: ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন LGBTQরাও, নির্দেশিকা কেন্দ্রের

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিজয় কুমার নামে এক পড়ুয়াকে। বিটেক চূড়ান্ত বর্ষের ছাত্র ওই পড়ুয়া। তার ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মহিলাদের শৌচাগার থেকে অন্তত ৩০০টি ছবি এবং ভিডিও তুলেছে বিজয়। তার পরে সেগুলো নিজের সহপাঠীদের কাছেই মোটা টাকায় বিক্রি করেছে সে। গোটা বিষয়টিতে কলেজের আরও কোনও পড়ুয়া জড়িত কিনা, তা জানতে তদন্ত করছে পুলিশ।

শৌচালয়ে লুকনো রয়েছে ক্যামেরা, তা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ছাত্রীরা। কেউই শৌচাগার ব্যবহার করতে চাইছেন না। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি, মহিলাদের হস্টেল থেকে কোনও গোপন ক্যামেরা মেলেনি। তবে পুলিশি তদন্তে সহযোগিতার বার্তা দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতেও তৎপর হয়েছে তারা।

[আরও পড়ুন: ‘কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?’ ট্রাম্পের খোঁচার জবাবে মুখ খুললেন নেত্রী

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement