Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘সিকিউরিটি ডেকে ওঁকে তাড়ান’, শীর্ষ আদালতে আইনজীবীর উপর রেগে আগুন প্রধান বিচারপতি

আইনজীবী ম্যাথু নেদুম্পারাকে কড়া সুরে আক্রমণ প্রধান বিচারপতির।

'Call Security', Chief Justice DY Chandrachud Blasts Lawyer in Supreme Court
Published by: Amit Kumar Das
  • Posted:July 23, 2024 7:19 pm
  • Updated:July 23, 2024 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিট মামলার শুনানি চলাকালীন রীতিমতো উত্তপ্ত পরিবেশ তৈরি হল শীর্ষ আদালতে। এক বর্ষীয়ান আইনজীবীর উপর রেগে আগুন হয়ে প্রধান বিচারপতি জানালেন, ‘নিরাপত্তারক্ষী ডেকে ওঁকে এখান থেকে বের করে দিন।’ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল শুরু হয় সুপ্রিম কোর্টে।

জানা গিয়েছে, এদিন নিট মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে। সেই সময়ে নিট-ইউজি মামলায় আবেদনকারী পক্ষের আইনজীবী নরেন্দ্র হুডার সওয়ালের মাঝে কথা বলতে শুরু করেছিলেন ম্যাথু নেদুম্পারা। সে সময় প্রধান বিচারপতি তাঁকে থামিয়ে বলেন, ‘‘আইনজীবী হুডার পরে আপনি বলার সুযোগ পাবেন।’’ তাঁকে থামতে বলা হলে, তিনি তো থামেননি বরং বলেন, ‘সুপ্রিম কোর্টের সব উকিলদের তুলনায় আমি সবচেয়ে সিনিয়র। ফলে আমি জবাব দিতেই পারি। আমি ন্যায়মিত্র।’ পালটা বিচারপতি বলেন, ‘আমি এখানে কোনও ন্যায়মিত্র নিযুক্ত করিনি।’ এর পর আইনজীবী বলেন, ‘আপনি যদি আমাকে অসম্মান করেন তাহলে আমি এখান থেকে চলে যাব।’ এর পর ক্ষুব্ধ প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলেন, ‘মিস্টার নেদুম্পারা, আমি আপনাকে শেষবারের জন্য সতর্ক করছি। চিৎকার করে কথা বলবেন না। আমি এই আদালতের প্রধান।’ একইসঙ্গে বলেন, ‘নিরাপত্তারক্ষী ডেকে এনাকে এখান থেকে সরান।’

Advertisement

[আরও পড়ুন: জম্মুতে ঘাঁটি গেড়েছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ৪০ পাক জঙ্গি! সতর্ক সেনা

যদিও পালটা আইনজীবী বলেন, ‘আপনাকে এমনটা করতে হবে না। আমি নিজেই চলে যাচ্ছি।’ চন্দ্রচূড় বলেন, ‘আপনি যেতে পারেন। গত ২৪ বছরে আমি অনেক বিচারপতি দেখেছি। আদালত কোন পথে চলবে সেটা একজন আইনজীবী ঠিক করে দেবে এটা হতে পারে না।’ এদিকে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আইনজীবী ফের বলেন, ‘আমি ১৯৭৯ সাল থেকে এনাকে দেখছি।’ পালটা ক্ষুব্ধ প্রধান বিচারপতি বলেন, ‘আপনি যা শুরু করেছেন তাতে আমাকে এমন কিছু নির্দেশ দিতে হতে পারে যেটা আপনার জন্য ভালো হবে না।’ এমন উত্তপ্ত পরিস্থিতিতে রীতিমতো শোরগোল পড়ে যায় আদালত কক্ষে।

[আরও পড়ুন: সেনাপ্রধানের সফর শেষে রক্তাক্ত ভূস্বর্গ, পরপর দুদিন সেনাকে লক্ষ্য করে জঙ্গি হামলা]

অবশ্য আদালতে আইনজীবী নেদুম্পারার সঙ্গে প্রধান বিচারপতির এমন উত্তপ্ত বাক্য বিনিময় এই প্রথমবার নয়। চলতি বছরের মার্চ মাসে ইলেক্টোরাল বন্ডের শুনানি চলাকালীন সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছিলেন আইনজীবী। কথার মাঝখানে মন্তব্য করছিলেন। এই পরিস্থিতিতে এক সময় বাধ্য হয়ে চড়া সুরে প্রধান বিচারপতি বলেন, আপনি চিৎকার করবেন না। এটা কোনও পাড়ার দোকানের বৈঠক নয়, আপনি আদালতে রয়েছেন। এবং আদালতের কিছু নিয়ম রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement