Advertisement
Advertisement

Breaking News

Saugat-e-Modi

‘সওগাত-এ-মোদি’! ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে কিট দেবে বিজেপি

ইদ উপলক্ষে উপহার মোদি সরকারের।

BJP's 'Saugat-e-Modi' Eid kits to benefit 32 lakh Muslims
Published by: Biswadip Dey
  • Posted:March 25, 2025 8:10 pm
  • Updated:March 25, 2025 8:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদ উপলক্ষে দেশের ৩২ লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দেবে বিজেপি। এই কর্মসূচির নাম ‘সওগাত-এ-মোদি’। দক্ষিণপূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে ইতিমধ্যেই কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে।

কী থাকছে ওই কিটে? জানা গিয়েছে খাদ্যদ্রব্যের পাশাপাশি থাকছে পোশাক, সিমুই, খেজুর, শুকনো ফল ও চিনি। মহিলাদের প্যাকেটে সুতির কাপড়, পুরুষদের জন্য কুর্তা-পাজামা দেওয়া হয়েছে। একেকটি প্যাকেটের খরচ রড়ছে ৫০০ থেকে ৬০০ টাকা।

Advertisement

বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি এপ্রসঙ্গে জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই বলেন যে, তিনি ১৪০ কোটি ভারতীয়র অভিভাবক। সব উৎসবেই তিনি অংশ নেন। ক্রিসমাস, ইস্টারে যেমন যোগ দেন, তেমনই বৈশাখীতেও থাকেন। আবার নিজামুদ্দিন দরগা ও আজমেঢ় শরিফে চাদরও চড়ান। তাই এবার আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের ভাইবোনদের খাবার-সহ কিট উপহার দেওয়ার। প্রতিটি কিটে আমাদের বোনেদের জন্য পোশাকও থাকবে।” বিজেপির কল্যাণমূলক প্রকল্পগুলির বার্তা মুসলিমদের কাছে পৌঁছে দেওয়াই যে এই প্রকল্পের উদ্দেশ্য তাও বলেন তিনি।

জানা গিয়েছে, ৩২ হাজার সংখ্যালঘু কর্মী ৩২ হাজার মসজিদে যোগাযোগ করবেন এবং এর মাধ্যমে ওই কিট বিলি করবেন। প্রসঙ্গত, এই বছরই বিহারে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই এমন কিট বিতরণ সংখ্যালঘু ভোটকে প্রভাবিত করার জন্যই করা হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub