Advertisement
Advertisement

Breaking News

UCC

শীঘ্রই দেশজুড়ে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! মোদি সরকারের বর্ষপূর্তির আগে ইঙ্গিত বিজেপির

শীঘ্রই বড় পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের শাসকদলের।

BJP releases video highlighting achievements, signals push for UCC

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 22, 2025 3:59 pm
  • Updated:April 22, 2025 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীঘ্রই দেশজুড়ে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি! বড়সড় ইঙ্গিত বিজেপির। মোদি-৩ সরকারের বর্ষপূর্তির আগে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হল বিজেপির তরফে। যেখানে ইঙ্গিত মিলেছে শীঘ্রই বড় কোনও পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। মোদি সরকারের নানা সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ওই ভিডিও ক্লিপটি থেকে ইঙ্গিত, সম্ভবত সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথেই হাঁটতে চাইছে মোদি সরকার।

শুধু তা-ই নয়, বিরোধীদের অভিযোগের পাল্টা কঠোর জবাব দিয়ে বিজেপির তরফে বলা হয়েছে, যারা জোটের সরকারকে দুর্বল বলে কটাক্ষ করেছিল তা যে পুরোপুরি ভিত্তিহীন তা-ও মনে করিয়ে দিতে চেয়েছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপিশাসিত উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়াবিধি কার্যকর করা হয়েছে। পরবর্তীতে গোটা দেশেই তা শীঘ্রই করা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Advertisement

ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর ধারা অনুযায়ী ধর্মনিরপেক্ষ দেশে যে কোনও ব্যক্তি তার পছন্দের ধর্ম অনুযায়ী আচরণ করতে পারে। কিন্তু বিভিন্ন ধর্মের অনুসারে, তা হিন্দু হোক বা মুসলিম, খ্রিস্টান হোক বা পার্সি-সকলের জন্য ধর্ম অনুসারে আলাদা কিছুই আইনও রয়েছে। তার জন্য একই ঘটনার প্রেক্ষিতে দুই ভিন্ন ধর্মের ব্যক্তি আইনের চোখেও ভিন্ন বিচার পেয়ে থাকেন। সেই ব্যবস্থাকেই পাল্টে সকলের জন্য অভিন্ন আইন আনতেই ইউসিসি বা অভিন্ন দেওয়া বিধি কার্যকর করার প্রক্রিয়া চলছে। যা কার্যকর করা হলে এই বিভাজন বন্ধ হবে। অন্তত শাসকদলের তাই দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement