Advertisement
Advertisement
Nitish Kumar

মহারাষ্ট্রে শিণ্ডে কুরসি না পাওয়ায় ‘চিন্তা’ নীতীশের! বিতর্ক এড়াতে বিহার নিয়ে বড় ঘোষণা বিজেপির

নীতীশের আশঙ্কা, পঁচিশে ক্ষমতায় ফিরলে তাঁকে মুখ্যমন্ত্রী নাও করা হতে পারে।

BJP panel puts stamp on Nitish Kumar’s name as CM face
Published by: Subhajit Mandal
  • Posted:December 24, 2024 5:34 pm
  • Updated:December 24, 2024 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে মহারাষ্ট্র পর্বের পুনরাবৃত্তি হবে না। এনডিএ ফের ক্ষমতায় এলে সেরাজ্যে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই। বিতর্ক এড়াতে ভোটের ১১ মাস আগেই ঘোষণা করে দিল বিজেপি। গেরুয়া শিবির বলছে, বিহারে এনডিএ’র নেতা যে নীতীশই, তাতে কোনও সংশয় নেই।

আসলে সদ্যই মহারাষ্ট্রে জোটসঙ্গী একনাথ শিণ্ডেকে একপ্রকার ‘বঞ্চিত’ করেছে বিজেপি। নিজেরা বেশি আসন পাওয়ায় মারাঠাভূমের মুখ্যমন্ত্রীর কুরসি থেকে একনাথ শিণ্ডেকে সরিয়ে সেখানে বসে গিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। ঘটনাচক্রে বিহারেও মহারাষ্ট্রের মতোই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউয়ের থেকে বেশি আসন রয়েছে বিজেপির। স্বাভাবিকভাবেই জেডিইউ শিবিরে চিন্তার মেঘ গাঢ় হচ্ছিল। আশঙ্কা তৈরি হয়েছিল, ২০২৫ সালের ভোটের পর বিজেপি জেডিইউয়ের থেকে বেশি আসন পেলে হয়তো নীতীশকে আর মুখ্যমন্ত্রী করা হবে না।

Advertisement

জেডিইউয়ের নেতারা এ নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন ইতিউতি। বিজেপির কোনও কোনও নেতার মন্তব্যে সেই জল্পনা উসকে যায়। যার ফলে এনডিএর অন্দরে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। এনডিএর অন্দরে টানাপোড়েন শুরুর আশঙ্কাও দেখা যাচ্ছিল। সেসব এড়াতে এবার আগেভাগেই বিজেপি ঘোষণা করে দিল, ২০২৫ বিধানসভা নির্বাচনের পর বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই।

বিহারের ভোট নিয়ে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের নেতারা ওই ভোট নিয়ে দু’দিনের বৈঠক করেছেন হরিয়ানার সূরজকুন্ডে। সেই বৈঠক শেষে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল সাফ জানিয়ে দিলেন, “মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই। নীতীশজির নেতৃত্বেই আমরা বিহারে বিধানসভা ভোটে লড়ব।” আসলে বিজেপি কোনওভাবেই এনডিএ জোটে অসন্তোষ চাইছে না। কারণ, কেন্দ্রের মোদি সরকারের টিকিটিও নীতীশের হাতেই বাধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement