Advertisement
Advertisement
Bengaluru

ভারতজুড়ে ট্রেনে নাশকতা, হিন্দু নেতাদের খুনের ছক! প্রকাশ্যে কুখ্যাত জঙ্গির ভিডিও বার্তা

পাকিস্তান থেকে ভিডিও বার্তা জঙ্গি নেতার।

Bengaluru Cafe blast planner calls for attacks on trains across India
Published by: Kishore Ghosh
  • Posted:August 28, 2024 5:50 pm
  • Updated:August 28, 2024 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে আহত হয়েছিলেন ১০ জন। এই ঘটনার মূলচক্রী ফারহাতুল্লা ঘোরি এবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ভারতজুড়ে ট্রেনে জঙ্গি হামলার নির্দেশ দিল। এই বিষয়ে সতর্ক করল গোয়েন্দারা। উল্লেখ্য, পলাতক সন্ত্রাসবাদী ঘোরি বর্তমানে পাকিস্তানে ঘাঁটি গেড়েছে। গত বছর আইএসআইয়ের সাহায্যে বেঙ্গালুরু ক্যাফেতে হামলা চালিয়েছিল সে।

ভারতীয় গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা জঙ্গি ভিডিও বার্তায় আত্মগোপন করে থাকা জঙ্গিদের ফের সক্রিয় হতে আহ্বান জানিয়েছে। দেশের রেলপথে নাশকতা ছড়াতে প্রেসার কুকুর-সহ বিভিন্ন ধরনের বোমা ব্যবহার করতে বলেছে ঘোরি। এছাড়াও দলের সঙ্গীদের পেট্রোলিয়াম পাইপলাইনে নাশকতা ছড়ানোর নির্দেশ দিয়েছে কুখ্যাত জেহাদি। দেশের হিন্দু রাজনৈতিক নেতাদের খুনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় দলের জঙ্গিদের সতর্ক করে ঘোরি জানিয়েছে, এনআইএ এবং ইডি ‘স্লিপার সেল’কে টার্গেট করছে। “যদিও পালটা হামলায় আমরাও ওদের কাঁপিয়ে দেব।” গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি টেলিগ্রামে পোস্ট করা হয় তিন সপ্তাহ আগে।

Advertisement

[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ’, আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু]

প্রসঙ্গত, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হন ১০ জন। অভিযুক্ত মুসাভির হুসেন শাহিব ও সহযোগী আবদুল মথিন তাহা কর্নাটকের শিবমোগার তীর্থাহাল্লির বাসিন্দা বলে জানতে পারে এনআইএ। দুই জঙ্গি পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়েছিল। পরে কাঁথি থেকে এনআইএ-র জালে ধরা পড়ে ওই দুই অভিযুক্ত। এবার ঘোরির ভিডিও বার্তায় নতুন চিন্তায় গোয়েন্দারা। সতর্ক করা হচ্ছে সব রাজ্যকে।

 

[আরও পড়ুন: মুসলিম ঘেঁষা নামে ‘কাঁচি’! রাতারাতি ৮ স্টেশনের নাম বদল যোগীরাজ্যে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement