Advertisement
Advertisement
PM Modi

‘মুর্শিদাবাদ-মালদহ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হোক’, মোদিকে আর্জি বাংলার BJP সাংসদদের

উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া দরকার, মত সাংসদদের।

Bengal BJP MPs seek Union Territory with two districts to PM Modi
Published by: Anwesha Adhikary
  • Posted:July 30, 2024 12:33 pm
  • Updated:July 30, 2024 3:38 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: উন্নয়ন ও জনবিন্যাসের স্বার্থে মুর্শিদাবাদ ও মালদহকে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার আবেদন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করলেন বাংলার বিজেপি সাংসদরা। উত্তরবঙ্গের বাকি অংশকে উত্তর-পূর্ব ভারত উন্নয়ন পর্যদের অন্তর্ভুক্ত করার আবেদনও জানানো হয়। কয়েকদিন আগেই কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একই আবেদন জানিয়েছিলেন। সোমবার বঙ্গ বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির (BJP) সাংসদ ও বিধায়করা রাজ্যভাগের পক্ষে বারবার সওয়াল করেন। পাল্টা বিরোধিতায় সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলও। কোনওভাবেই রাজ্যভাগ হবে না বলে জানিয়েছে তৃণমূলের শীর্ষনেতৃত্ব। কিন্তু তাতেও দমতে রাজি নয় বঙ্গ বিজেপি নেতৃত্বের একাংশ। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এক সাংসদ বিষয়টি উত্থাপন করেন। আবেদন জানিয়ে বলেন, যেভাবে দ্রুত এই দুই জেলার জনবিন্যাস পরিবর্তন হচ্ছে এবং উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়ছে তাতে এখনই মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত না করলে ভবিষ্যতে বিপদ আরও বাড়বে।

Advertisement

[আরও পড়ুন: জয়া-অমিতাভ বচ্চন! ডাক শুনে রাজ্যসভায় রেগে কাঁই ‘ধন্যি মেয়ে’

প্রধানমন্ত্রী (Narendra Modi) সব শুনলেও কোনও মন্তব্য করেননি বলে সূত্রের খবর। তবে রাজ্যে উন্নয়নের প্রয়োজনে কেন্দ্র সবরকমের সহযোগিতা করতে তৈরি বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদি। বৈঠকে সাংসদদের কার্যত বঙ্গজয়ের স্বপ্ন দেখালেন তিনি। বলেন, “মানুষের ভরসা পেয়েছি। সুদিন আর বেশি দূরে নয়।” কীভাবে আগামীদিনে বাংলায় ক্ষমতায় আসা যাবে, তা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেছেন, জনসমর্থন ভোটবাক্সে প্রতিফলন করাতে হলে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জনতার আস্থা আনা প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কতটা পাচ্ছেন, সেদিকে সাংসদদের কড়া নজর রাখার পরামর্শ দিয়েছেন মোদি।

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement