Advertisement
Advertisement

Breaking News

Ramdev

শরবতেরও ধর্ম আছে? পতঞ্জলির নতুন পণ্যের প্রচারে ‘শরবত জেহাদে’র তত্ত্ব রামদেবের

'পতঞ্জলি প্রোডাক্টস' ফেসবুক অ্যাকাউন্টে রামদেবের বিতর্কিত ভিডিওটি পোস্ট করেছে।

Baba Ramdev's ‘sharbat jihad’ remark sparks row
Published by: Kishore Ghosh
  • Posted:April 10, 2025 12:10 pm
  • Updated:April 10, 2025 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরবতেরও কী ধর্ম আছে? নতুন ভারতে এই প্রশ্নও উঠছে! নেপথ্যে যোগগুরু রামদেব। নিজের সংস্থা পতঞ্জলির শরবতের প্রচার করতে গিয়ে ‘শরবত জেহাদে’র বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। ভাইরাল ভিডিওতে রামদেব দাবি করলেন, ভারতে জনপ্রিয় শরবতের কোম্পানি রু আফজা শরবত বিক্রির অর্থে মসজিদ, মাদ্রাসা তৈরি করে। এই ঘটনাকে নতুন শব্দবন্ধে ‘শরবত জেহাদ’ আখ্যা দিলেন যোগগুরু। যদিও এমন কথা বলে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন রামদেব। 

‘পতঞ্জলি প্রোডাক্টস’ ফেসবুক অ্যাকাউন্টে রামদেবের বিতর্কিত ভিডিওটি পোস্ট করেছে। ক্যাপশানে লেখা হয়েছে, “আপনার পরিবার এবং নিষ্পাপ শিশুদের কোল্ড ড্রিঙ্কস এবং ‘শরবত জিহাদে’র নামে বিক্রি হওয়া টয়লেট ক্লিনারের বিষ থেকে রক্ষা করুন। বাড়িতে কেবল পতঞ্জলির শরবত এবং জুস আনুন।” ভিডিওতে বাজার চলতি সফট ড্রিঙ্কস নিয়ে আপত্তিকর ভাষায় সমালোচনা করেন রামদেব। তাঁর কথায়, গ্রীষ্মের দাবদাহে টয়লট ক্লিনারের সমতুল্য বিষাক্ত সফট ড্রিঙ্কস পান করেন অনেকে। আরেক দল শরবত বিক্রি করছে, তাদের উদ্দেশ্য হল সেই অর্থে মসজিদ এবং মাদ্রাসা তৈরি করা। কারা এই ‘আরেক দল’?

Advertisement

নিজের বক্তব্যে রামদেব হামদর্দের রু আফজাকে সরাসরি আক্রমণ করেছেন। দাবি করেন যে শরবত বিক্রির অর্থে ওই সংস্থা মসজিদ ও মাদ্রাসা নির্মাণে সাহায্য করে। পালটা পতঞ্জলির গোলাপ শরবতের বিক্রি করা টাকা কাজে আসবে গুরুকুল, আচার্যকুল, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতিকল্পে। এরপরেই ‘লাভ জেহাদ’, ‘ভোট জেহাদে’র প্রসঙ্গ’ টেনে ‘শরবত জেহাদে’র কথা বলেন যোগগুরু। যদিও রামদেবের ভিডিও ভাইরাল হতেই নিন্দা ঝড় উঠেছে। এক নেটিজেন কমেন্ট বক্সে লেখেন, ব্যবসা ভালো চলছে না বলেই এভাবে নতুন প্রোডাক্টের প্রচার। কেউ কেউ বলছেন, শরবতেরও ধর্ম আছে, প্রমাণ করলেন যোগগুরু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub