Advertisement
Advertisement

Breaking News

Assam Muslim marriages

মুসলিমদেরও বিবাহ, বিচ্ছেদ নথিভুক্ত করতেই হবে, অসমের নতুন আইনে বিতর্ক

এখানেই শেষ নয়, আগামী দিনে ভিনধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনবে অসম।

Assam government will introduce bill for the compulsory government registration of Muslim marriages
Published by: Subhajit Mandal
  • Posted:August 22, 2024 10:52 am
  • Updated:August 22, 2024 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাল্যবিবাহ রুখতে ‘কুখ্যাত’ অভিযান চালানো হয়েছিল অসমজুড়ে (Assam) । গ্রেপ্তার করা হয়েছিল প্রায় সাড়ে ৩ হাজার জনকে। এই ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর অত্যাচারের অভিযোগ এনেছিল বিরোধী দলগুলি। এবার অসমের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে বাল্যবিবাহ রুখতে মুসলিম বিবাহ রেজিস্ট্রশন বাধ্যতামূলক করবেন তিনি। সেই মর্মে একটি আইনের খসড়াও তৈরি করা হয়েছে।

অসমের মন্ত্রিসভায় অসম কমপালসরি রেজিস্ট্রেশন অফ ম্যারেজ এন্ড ডিভোর্স বিল নামের ওই বিলটির খসড়া প্রস্তাবে সায় দেওয়া হয়েছে। বিধানসভার বসন্তকালীন অধিবেশনে ওই বিলটি পেশ করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই বিলটি আইনে পরিণত হলে সমস্ত মুসলিম বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। সেই রেজিস্ট্রেশন মুসলিম বিবাহ আইনে কোনও কাজির কাছে হবে না। রেজিস্ট্রেশন করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টে।

Advertisement

[আরও পড়ুন: বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে CBI, সেদিকে নজর সব মহলের

কীভাবে বাল্যবিবাহ রুখবে এই আইন? হিমন্ত জানিয়েছেন, নতুন আইনে সব বিয়ে রেজিস্ট্রার করা বাধ্যতামূলক। কিন্তু ১৮ বছরের কমবয়সী কারও বিবাহ রেজিস্ট্রার করা যাবে না। সরকারি সূত্র বলছে, এই পদক্ষেপ করা হচ্ছে মূলত বাল্যবিবাহ বন্ধ করা এবং সমস্ত বিবাহকে আইনসিদ্ধ করার জন্য।

[আরও পড়ুন: ধামাচাপা দেওয়ার চেষ্টাই বেশি হয়েছে! বদলাপুরে ২ শিশুর যৌন নির্যাতনের ঘটনায় বিস্ফোরক রাহুল]

হিমন্ত জানিয়ে দিয়েছেন, এটা প্রাথমিক ধাপ। আগামী দিনে উত্তরপ্রদেশের ধাঁচে অসমেও লাভ জেহাদ রুখতে কড়া আইন আনা হবে। তাতে লাভ জেহাদে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাবাসের আইন থাকবে। এখানেই শেষ নয়, আগামী দিনে ভিনধর্মে জমি বিক্রি বা দান করা রুখতেও নতুন আইন আনা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement