Advertisement
Advertisement

Breaking News

Himanta Biswa Sarma

ভোট প্রচারে মঞ্চ কাঁপিয়ে নাচ! অচেনা মুডে ধরা দিলেন অসমের মুখ্যমন্ত্রী

বিজেপির থিম সংয়ে কোমর দোলালেন হিমন্ত।

Assam CM Himanta Biswa Sarma dance with supporter during public meeting

নির্বাচনী সভায় নাচ অসমের মুখ্যমন্ত্রীর।

Published by: Amit Kumar Das
  • Posted:April 7, 2024 4:02 pm
  • Updated:April 7, 2024 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুই কড়া মেজাজের ভাষণ ও হুঁশিয়ারি নয়, মন ভালো থাকলে তিনি নাচেনও। মঞ্চ কাঁপিয়ে নাচেন। নির্বাচনী প্রচারে গিয়ে এবার তেমনই মুডে ধরা দিলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে তাঁর নাচের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যজুড়ে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শনিবার অসমের জোরহাটে প্রচারসভায় উপস্থিত হয়েছিলেন তিনি। ভিভিআইপি অতিথি মঞ্চে উপস্থিত হতেই বেজে ওঠে অসম বিজেপির থিম সং ‘আকৌ এবার মোদি সরকার’ অর্থাৎ (আবকি বার মোদি সরকার)। প্রথমে গানের সুরে গলা মেলাতে দেখা যায় তাঁকে। এর পরই মঞ্চে উপস্থিত সকলকে চমকে দিয়ে নেচে ওঠেন হিমন্ত। দর্শকদেরও নাচে উৎসাহ দেন। খোদ মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে মেতে ওঠেন সভায় উপস্থিত বাকি সদস্যরা। তুমুল হর্ষধ্বনি শোনা যায় দর্শক আসনেও। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে নিজের নাচ নিয়ে মুখ খুলেছেন হিমন্ত। লিখেছেন, “আমরা মোদির পরিবার। আমাদের জনসভায় আমরা নাচ-গানও করি।”

Advertisement

[আরও পড়ুন: মহিলাকে অর্ধনগ্ন করে ঘোরানো হল পাঞ্জাবের গ্রামে! ‘তালিবানি শাসন’ আপকে তোপ বিজেপির]

অবশ্য মঞ্চে উঠে হিমন্ত বিশ্বশর্মার নাচ এই প্রথমবার নয়। এর আগেও ২০১৯ সালে নির্বাচনী প্রচারে গিয়ে গানের তালে নাচতে দেখা গিয়েছিল অসমের মুখ্যমন্ত্রীকে। ৫ বছর পর ফের সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। উল্লেখ্য, নাচের পাশাপাশি সভামঞ্চে মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জনতার কাছে বিজেপি প্রার্থীকে জেতানোর আবেদন জানান হিমন্ত। অসমের ১৪টি লোকসভা আসনের মধ্যে এবার ১৩টি আসন এনডিএর দখলে যেতে চলেছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল ও ৭ মে প্রথম ৩ দফায় এবার অসমে হতে চলেছে নির্বাচন। সেখানে ১৩ টি আসনে লড়ছে এনডিএ। এর মধ্যে ১১ টি আসনে বিজেপি ও বাকি দুটি আসনে সহযোগী দল অসম গণপরিষদ ও ইউনাইটেড পিপলস লিবারেশন পার্টিকে ছেড়েছে তারা।

[আরও পড়ুন: ‘বিচারপতিরা নির্দলীয় ও নিরপেক্ষ হোন’, চন্দ্রচূড়ের বার্তা কি অভিজিতের প্রতি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement