Advertisement
Advertisement
Arvind Kejriwal

ওজন কমেছে সাড়ে আট কেজি, বার বার সুগার ফল! কেজরির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন আপ

পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে আশঙ্কাজনক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা করছে আপ।

Arvind Kejriwal in the grip of serious disease, says Sanjay Singh
Published by: Amit Kumar Das
  • Posted:July 13, 2024 7:29 pm
  • Updated:July 13, 2024 7:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেও জেলমুক্তি ঘটেনি অরবিন্দ কেজরিয়ালের। এদিকে তিহাড়ের অন্দরে দিনে দিনে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটছে দিল্লির মুখ্যমন্ত্রীর। শনিবার সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতেই উদ্বেগ প্রকাশ করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। জানালেন, সাড়ে ৮ কেজি ওজন কমে গিয়েছে কেজরিয়ালের। বার বার সুগার ফল করছে। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে আশঙ্কাজনক কিছু একটা ঘটে যেতে পারে।

জেলের মধ্যে কেজরিওয়ালের উপর অত্যাচারের অভিযোগ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন আপ সাংসদ। তাঁর অভিযোগ, ‘বিজেপি চাইছে জেলের মধ্যে কেজরিওয়ালের উপর অত্যাচার চালাতে। তাঁর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। গ্রেপ্তারের সময় মুখ্যমন্ত্রীর ওজন ছিল ৭০ কেজি। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৬১.৫ কেজি। যেভাবে ওনার ওজন কমছে তা কোনওভাবেই স্বাভাবিক নয়। অথচ তাঁর শারীরিক পরীক্ষাও করা হচ্ছে না।’ আপের দাবি, ‘ওজনের পাশাপাশি এখনও পর্যন্ত ৫ বার সুগার ফল করেছে অরবিন্দ কেজরিওয়ালের। সুগারের মাত্রা ৫০-এর নিচে চলে গিয়েছে। এমন চলতে থাকলে যে কোনও সময় বড়সড় ঝুঁকি তৈরি হতে পারে। বিজেপি ঠিক সেটাই চাইছে।

Advertisement

[আরও পড়ুন: ‘অন্যায় করেনি’, ট্রেনি IAS পূজার বিরুদ্ধে অভিযোগের বন্যা, তবু ‘গুণধর’ মেয়ের পাশে বাবা]

গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি (ED)। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। এদিকে ইডির পাশাপাশি জেলেই কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে সিবিআই।

[আরও পড়ুন: রাজ্যপালের পুত্রের হাতে প্রহৃত রাজভবনের আধিকারিক! অভিযোগ ঘিরে শোরগোল ওড়িশায়]

সম্প্রতি ইডির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরি। তবে এখনও তাঁকে থাকতে হবে জেলেই। কারণ সিবিআইয়ের দায়ের করা মামলায় আগামী ২৫ জুলাই পর্যন্ত কেজরিকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। তবে জেলবন্দী অবস্থায় দিনে দিনে কেজরিওয়ালের শারীরিক হাল যেভাবে খারাপের দিকে যেতে শুরু করেছে তাতে উদ্বিগ্ন আপ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement