Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal Bail

গ্রেপ্তারি ‘অযৌক্তিক’, সিবিআইকে বিঁধে কেজরিকে জামিন দিল সুপ্রিম কোর্ট

আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সুপ্রিমো। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু ইডি মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে কেজরিওয়াল গ্রেপ্তার হন। কেজরির গ্রেপ্তারি প্রসঙ্গে সিবিআইয়ের অতিসক্রিয়তাকে এদিন তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। 

Arvind Kejriwal gets bail in Supreme Court

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 13, 2024 10:51 am
  • Updated:September 13, 2024 1:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছমাস জেলবন্দি থাকার পরে অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন আপ সুপ্রিমো। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু ইডি মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইয়ের হাতে কেজরিওয়াল গ্রেপ্তার হন। কেজরির গ্রেপ্তারি প্রসঙ্গে সিবিআইয়ের অতিসক্রিয়তাকে এদিন তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। কেজরির মুক্তির পরে আপের বার্তা, ‘হি ইজ ব্যাক’। 

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে গ্রেপ্তার করে ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। পরে সুপ্রিম নির্দেশে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের জেলে আত্মসমর্পণ করতে হয় আপ সুপ্রিমোকে। পরে আবগারি মামলায় কেজরিকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। কিন্তু সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় দিল্লি হাই কোর্ট। সেই স্থগিতাদেশ চলাকালীনই তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই।

আবগারি দুর্নীতি এবং বিরাট আর্থিক প্রতারণার অভিযোগে গত ১২ জুলাই জামিন পান কেজরি। ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় শীর্ষ আদালত। কিন্তু জেল থেকে বেরতে পারেননি কেজরি। কারণ সিবিআই গ্রেপ্তারির কারণে তাঁকে জেল হেফাজতে রেখেছিল আদালত। সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে ফের নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কেজরি। অবশেষে স্বস্তি মিলল। জামিন পেয়ে জেলমুক্তি হচ্ছে কেজরির।

[আরও পড়ুন: ‘ইফতার আর কারও বাড়ির গণেশ পুজো এক নয়’, মোদি-চন্দ্রচূড় বিতর্কে নয়া তির কংগ্রেসের

দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিতে গিয়ে সিবিআইকে তোপ দেগেছে শীর্ষ আদালত। তদন্তের স্বচ্ছতা থেকে গ্রেপ্তারির অতিসক্রিয়তা- একাধিক কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের কথায়, সিবিআইয়ের গ্রেপ্তারি বৈধ হলেও জামিনের শর্ত পূরণ করেছেন কেজরি। তদন্তের স্বার্থে গ্রেপ্তারির নামে হেনস্তা করা যায় না। জেলযাত্রা নয়, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর।

শীর্ষ আদালতের প্রশ্ন, নিম্ন আদালতে ইডি মামলায় জামিন পেয়েছিলেন কেজরি। তার পরই সিবিআই গ্রেপ্তারি কেন? তার আগে ২২ মাস কেন কেজরিকে গ্রেপ্তার করেনি সিবিআই? গ্রেপ্তারির নেপথ্যে উপযুক্ত যুক্তি দেখাতে পারেনি সিবিআই। ইডি মামলায় আগেই জামিন পাওয়া সত্ত্বেও একই অভিযোগে কেন গ্রেপ্তারি সিবিআইয়ের? দুই বিচারপতি আরও বলেন, বিচারের আগেই যেন শাস্তি না হয়, সেটা নিশ্চিত করা উচিত আদালতের। আমজনতার ধারণা, সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না। ‘খাঁচাবন্দি তোতা’ হিসাবেই সিবিআইকে দেখছে আমজনতা, সেই ধারণাও বদলাতে হবে। 

[আরও পড়ুন: ‘জুনিয়র ডাক্তাররা বাড়াবাড়ি করছেন’, ইস্তফা দিয়েও নমনীয় হওয়ার বার্তা জহর সরকারের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement