Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

জিতলেই প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা হাসপাতালে, দিল্লি দখলে নয়া ঘোষণা কেজরির

আগেই মহিলাদের ভাতা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন আপ প্রধান।

Arvind Kejriwal announce Free Treatment For Senior Citizens At All Delhi Hospitals
Published by: Kishore Ghosh
  • Posted:December 18, 2024 3:10 pm
  • Updated:December 18, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচন। জয়ের লক্ষ্যে এবার প্রবীণ নাগরিকদের জন্য বড় প্রতিশ্রুতি আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। ক্ষমতায় ফিরলেই দিল্লির হাসপাতালগুলিতে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, ঘোষণা করলেন কেজরি। সঞ্জীবনী যোজনা প্রকল্পে ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে।

প্রবীণদের জন্য প্রকল্প ঘোষণা করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরি বলেন, “আপনাদের দেখভাল করা আমাদের কর্তব্যের। আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করেছেন।” একদিকে খয়রাতির রাজনীতি নিয়ে তীব্র বিতর্ক দেশে, অন্যদিকে নির্বাচনে জয় পেতে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে এই খয়রাতি। ইতিমধ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে দিল্লিতে মহিলাদের জন্য মাসিক ভাতা চালু করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। আগামী বিধানসভা নির্বাচনে আপ জিতলে ভাতার অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন আপ সুপ্রিমো। কেজরি ঘোষণা করেন, বিধানসভা নির্বাচনের পরে তাঁরা সরকার গড়লে মহিলাদের মাসিক ২১০০ টাকা দেওয়া হবে। এর সঙ্গে যোগ হল প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি।

Advertisement

ইতিমধ্যে দিল্লি নির্বাচনে ৭০ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে আপ। নয়াদিল্লি আসনে লড়বেন খোদ আপ সুপ্রিমো। দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী প্রতিদ্বন্দ্বিতা করবেন কালকাজি কেন্দ্রে। উল্লেখ্য, কেজরির বিরুদ্ধে নয়াদিল্লি আসনে কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে তথা প্রাক্তন সাংসদ সন্দীপ দীক্ষিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement