Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

‘হরিয়ানায় মুসলিম সংরক্ষণ হতে দেব না’, ভোটমুখী রাজ্যে গর্জন শাহর

স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসকে কাঠগড়ায় তুলতেই পালটা জবাবা হাত শিবিরের।

Amit Shah lashed out at the Congress in Haryana

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 16, 2024 7:16 pm
  • Updated:July 16, 2024 7:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে অনগ্রসর শ্রেণির থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করেছে কংগ্রেস। হরিয়ানায় এক জনসভায় এই অভিযোগ তুলে হাত শিবিরকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবছরই হরিয়ানায় (Haryana) বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই সেখানে ভাষণ দেওয়ার সময় সুর চড়ালেন শাহ।

মঙ্গলবার অনগ্রসর শ্রেণির সম্মান সম্মেলনে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই কংগ্রেসকে একহাত নিয়ে তাঁর অভিযোগ, কংগ্রেস বরাবরই অনগ্রসর শ্রেণির বিরোধিতা করে এসেছে। আর সেই প্রসঙ্গেই কর্নাটকের (Karnakata) উদাহরণ দিয়ে শাহর (Amit Shah) তোপ, ”যদি এখানে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলেও একই কাজ করবে।”

Advertisement

[আরও পড়ুন: ২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!]

সেই সঙ্গেই কাকা কালেলকার কমিশনের রিপোর্টের উল্লেখ করে শাহর অভিযোগ, কংগ্রেস কমিশনের প্রস্তাব মেনে পদক্ষেপ করতে বিলম্ব করেছিল। তাঁর কথায়, ”১৯৮০ সালে ইন্দিরা গান্ধী মণ্ডল কমিশন স্থগিত করে দেন। পরে যখন ১৯৯০ সালে তা আনা হয়, রাজীব গান্ধী বিরোধিতা করেন ওবিসির সংরক্ষণ নিয়ে।” সেই সঙ্গেই শাহর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরই প্রথমবারের জন্য দলিত, দরিদ্র ও অনগ্রসরদের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কেন্দ্রে। আর এপ্রসঙ্গে মোদি ৩.০ মন্ত্রিসভার ৭১ জনের মধ্যে ২৭ জনই অনগ্রসর শ্রেণির, একথা উল্লেখ করে তিনি বলেন, ”আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই আমরা হরিয়ানায় মুসলিম সংরক্ষণ হতে দেব না।”

Advertisement

অমিত শাহর এহেন আক্রমণের জবাব দিয়েছে কংগ্রেস (Congress)। হাত শিবির অন্ধ্রপ্রদেশের কথা স্মরণ করিয়ে জানিয়েছে, এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছে চন্দ্রবাবু নায়ডুর দল টিডিপি। তারাই মোদি সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সেই দলই যে মুসলিম সংরক্ষণের নীতি কার্যকর করেছে অন্ধ্রে। এবং সেটাই তাদের ভোট ব্যাঙ্ক হয়ে উঠেছে।

[আরও পড়ুন: বিহারে VIP দলের প্রধান মুকেশ সাহানির বাবা খুন! ঘরের ভিতর মিলল ক্ষতবিক্ষত দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ