Advertisement
Advertisement
Akhilesh Yadav

রামজন্মভূমি অযোধ্যায় কোটি কোটি টাকার জমি দুর্নীতি! যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অখিলেশ

অখিলেশের অভিযোগ, প্রতিরক্ষা মন্ত্রকের নামে অধিগ্রহণ করা জমিও বিক্রি করা হয়েছে বিজেপি সদস্যদের কাছে।

Akhilesh Yadav alleges land scam by BJP in Ayodhya

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2024 2:06 pm
  • Updated:September 13, 2024 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস অযোধ্যায় কোটি কোটি টাকার জমি দুর্নীতি! গরিবের জমি কেড়ে নিয়ে বিক্রি করা হয়েছে ধনীদের কাছে। ক্ষতিপূরণও পাননি কৃষকরা। যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অখিলেশ যাদবের।

সমাজবাদী পার্টি সুপ্রিমোর দাবি, যোগী আদিত্যনাথের সরকারের মদতে বিজেপি নেতারা অযোধ্যায় বেআইনিভাবে জমি কেনাবেচা করছেন। তাতে জড়িত সরকারি আধিকারিকরাও। স্থানীয় বাসিন্দাদের জমি কেড়ে নিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে যোগী সরকার তা বহিরাগতদের কাছে বিক্রি করছে। তাতে জড়িত বিজেপি। অখিলেশের দাবি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাতে জড়িত কয়েকজন আমলাও।

Advertisement

[আরও পড়ুন: মার্চে গ্রেপ্তার, সেপ্টেম্বরে মুক্তি, একনজরে কেজরির কারাবাস]

অখিলেশ যাদব দাবি করলেন উত্তরপ্রদেশ সরকারের ভূমি দপ্তরের নথিই প্রমাণ দিচ্ছে যে অযোধ্যায় জমি অধিগ্রহণে বড়সড় দুর্নীতি হয়েছে। সপা সুপ্রিমো বলছেন, “আমি খুশি যে আমার কাছে ভূমি দপ্তরের নথিগুলি এসেছে। তাতে পুরো দুর্নীতিতে বিজেপি নেতাদের জড়িত থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের নামে অধিগ্রহণ করা জমিও বিক্রি করা হয়েছে বিজেপি সদস্যদের কাছে। ওরা রেললাইনের রুটও বদলেছে।”

[আরও পড়ুন: ১১ বছর পর, সুপ্রিম কোর্টে ফের ‘খাঁচাবন্দি তোতাপাখি’ কটাক্ষ শুনতে হল সিবিআইকে]

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর ওই এলাকায় জমির দাম হু হু করে বেড়েছে। অভিযোগ, মন্দির তৈরি এবং এলাকা উন্নয়নের নামে বহু জমি অধিগ্রহণ করেছে উত্তরপ্রদেশ সরকার। কিছু অসাধু ব্যবসায়ীর কাছে পরে সেই জমি বিক্রি করা হয়েছে অনেক বেশি দামে। তাতে কৃষকরা কোনও সুবিধা পাননি। এমনকী ন্যূনতম জমির দামও দেওয়া হয়নি সবাইকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল লোকসভা ভোটেও। এবার অখিলেশ আরও সুর চড়ালেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement