Advertisement
Advertisement

Breaking News

AIADMK

একা লড়াইয়ে অধরা সাফল্য, তামিল মন পেতে ফের জোটের চেষ্টায় বিজেপি

মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এআইএডিএমকে সুপ্রিমো ই কে পালানিস্বামী।

AIADMK leader, Amit Shah meet: Patch-up with BJP ahead of 2026 Tamil Nadu polls?
Published by: Subhajit Mandal
  • Posted:March 26, 2025 6:31 pm
  • Updated:March 26, 2025 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মন পেতে চেষ্টা কম করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের গোটা সংগঠনকে তামিলভূমে নামিয়েছেন। একের পর এক জনসভা করেছেন। এমনকী, ভারতের দক্ষিণপ্রান্তে ধ্যান করতেও দেখা গিয়েছে তাঁকে। তবু তামিলনাড়ুতে খাতা খুলতে পারেনি বিজেপি। ফলে একপ্রকার ব্যর্থ মনোরথ হয়েই ফের জোটের পথে এগোচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর, পুরনো শরিক এআইএডিএমকের সঙ্গে ফের জোট নিয়ে আলোচনা শুরু করেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দিল্লিতে দুই শিবিরের বৈঠকও হয়েছে।

মঙ্গলবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এআইএডিএমকে সুপ্রিমো ই কে পালানিস্বামী। সূত্রের দাবি, ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জোট নিয়ে দুই শিবিরের আলোচনা হয়েছে। যদিও পালানিস্বামী প্রকাশ্যে জোটের সেই তত্ত্ব খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, জোট নিয়ে কোনওরকম আলোচনা হয়নি। ভোট এখনও অনেক বাকি। জোট নিয়ে কথা ভোটের ঠিক আগে আগে হয়। তবে রাজ্যের কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

২০১৯ লোকসভা নির্বাচনের আগে এআইএডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ছিন্ন করে বিজেপি। লোকসভায় ভাগাভাগি হয়ে যায় ডিএমকে-কংগ্রেস জোটের বিরোধী ভোট। যার সুবিধা পায় ইন্ডিয়া জোট। সেরাজ্যের সবকটি আসন ইন্ডিয়ার দখলে যায়। অবশ্য লাভ বিজেপিরও হয়েছে। একধাক্কায় অনেকটা বেড়েছে তাঁদের প্রাপ্ত ভোটের হার। সবচেয়ে বেশি লোকসান হয় এআইএডিএমকের। তাঁদের ভোটব্যাঙ্কে ভাগ বসায় গেরুয়া শিবির। সম্ভবত সেকারণেই আর বিজেপির হাত ধরতে নারাজ ই পালানিস্বামীর দল। যদিও বিজেপি ফের জোটে আগ্রহী বলে খবর। চলতি বছরের গোড়ায় এনডিএ-তে ফেরানোর লক্ষ্যে এআইএডিএমকের সঙ্গে আলোচনা শুরু হয়েছিল বিজেপির। তার পরই জল্পনা তৈরি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement