Advertisement
Advertisement
Bomb Threat

সাতসকালেই হুলস্থুল, ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক, তল্লাশি চালাচ্ছে পুলিশ

শুক্রবার সকালে হুমকি ইমেল আসে। সেখানে বলা হয়, রাজধানীর ৬টি স্কুলে বোমা রাখা আছে। এক সপ্তাহে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল দিল্লির স্কুলগুলিতে।

Again Many Delhi Schools Receive Bomb Threat
Published by: Kishore Ghosh
  • Posted:December 13, 2024 9:44 am
  • Updated:December 13, 2024 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে হুলস্থুল! ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে হুমকি ইমেল আসে। সেখানে বলা হয়, রাজধানীর ৬টি স্কুলে বোমা রাখা আছে। স্বভাবতই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি স্কুলগুলিকে ফাঁকা করে তল্লাশি অভিযান চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানিয়েছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, এক সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল দিল্লির স্কুলগুলিতে।

পুলিশ সূত্রে খবর, এদিন পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেম্ব্রিজ স্কুল-সহ ছটি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিভাবকদের মেসেজ করা হয়, তাঁরা যেন আজ ছেলেমেয়েদের স্কুলে না পাঠান। হুমকি ইমেলে বলা হয়েছে, একটি স্কুলে একাধিক বিস্ফোরক রাখা আছে। ওই ইমেলে আরও বলা হয়, স্কুলগুলিতে বোম রাখার পিছনে রয়েছে ‘সিক্রেট ডার্ক ওয়েব’ নামের একটি দুষ্কৃতী গোষ্ঠী।

Advertisement

পুলিশ জানাচ্ছে, ১৩ ও ১৪ তারিখের মধ্যে বিস্ফোরণের কথা বলা হয়েছে হুমকি ইমেলে। পড়ুয়াদের ব্যাগে ভরেই স্কুলে বোমা পাচারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর ঠিক একইভাবে দিল্লির প্রায় ৪০টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সেটিও ভুয়ো হুমকি ছিল। একাধিক স্কুলে ছোট ছোট বিস্ফোরক রাখা ছিল বলে হুমকি ই-মেল এসেছিল সেবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement