Advertisement
Advertisement

Breaking News

Arvind Kejriwal

ভোটের আগে কল্পতরু কেজরি, পুরোহিত-গ্রন্থিদের মাসে ১৮ হাজার ভাতা! টার্গেট হিন্দু ও শিখ ভোট?

নতুন বছরের শুরুতেই দিল্লিতে নির্বাচন।

AAP Leader Arvind Kejriwal promise rupees 18,000 salary for priests if AAP wins
Published by: Kishore Ghosh
  • Posted:December 30, 2024 2:41 pm
  • Updated:December 30, 2024 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাজারে কল্পতরু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার পুরোহিতদের প্রতি মাসে ১৮০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিলেন তিনি। দিল্লিতে নির্বাচনে জয়ী হলে পুরোহিতদের পাশাপাশি গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ ভাতা দেওয়ার কথা জানিয়েছেন কেজরিওয়াল। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি জয়ে হিন্দু ও শিখ ভোট টার্গেট আপ সুপ্রিমোর।

সোমবার সাংবাদিক সম্মেলনে কেজরি বলেন, “পুরোহিত ও গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। নিঃস্বার্থ ভাবে সমাজকে সেবা দিচ্ছেন। দুর্ভাগ্য যে কেউ তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দেয়নি।” দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, মঙ্গলবার থেকে পুরোহিতদের ভাতা প্রদানে নাম নথিভুক্তকরণ শুরু হবে। রাজধানীর হনুমান মন্দিরে তিনি নিজেই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। সাংবাদিক সম্মেলনে বিজেপিকে খোঁচা দিয়ে কেজরি বলেন, “আমি বিজেপিকে অনুরোধ করছি নিবন্ধন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করবেন না। এটা আটকানো পাপ করার সমান হবে। কারণ ওঁরা (পুরোহিত ও গ্রন্থিরা) ঈশ্বরের সঙ্গে আমাদের সেতু তৈরি করেন।”

Advertisement

নতুন বছরের শুরুতেই দিল্লিতে নির্বাচন। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নয়, একাই লড়ছে আপ। এই অবস্থায় প্রতিপক্ষ বিজেপির পাশাপাশি রাহুল গান্ধীর দলও। বিশেষজ্ঞরা বলছেন, কেজরির নির্বাচনী অঙ্ক হল রাজধানীর মুসলিম ভোট যাবে কংগ্রেসের ঘরে। অতএব, শিখ ও হিন্দু ভোটে বৈতরণী পার করতে চাইছেন তিনি। হিন্দুদের মন পেতেই পুরোহিতদের মাসে ১৮ হাজার টাকা ভাতার প্রতিশ্রুতি কেজরির। অন্যদিকে শিখ ভোট পেতে গুরুদ্বারের গ্রন্থিদের জন্যও একই পরিমাণ ভাতা ঘোষণা করা হল। উল্লেখ্য, শিখ সম্প্রদায়ের মন পেতে আগেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছিলেন কেজরিওয়াল। কংগ্রেসের মতোই রাজধানীতে মনমোহনোর স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো।

প্রসঙ্গত, ভোটের আগে খয়রাতির রাজনীতিতেই ভরসা রাখছেন অরবিন্দ কেজরিওয়াল। ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’য় ১৮ বছরের বেশি বয়সি দিল্লির মহিলাদের মাসে ২১০০ টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। ‘সঞ্জীবনী যোজনা’ প্রকল্পে ষাটোর্ধ্বদের জন্য হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি। এছাড়াও বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বাসে মহিলাদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে আম আদমি পার্টির তরফে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement