Advertisement
Advertisement

Breaking News

Gurugram

গুরগাঁওয়ের হাসপাতালে কাজাখস্তানের প্রৌঢ়াকে ধর্ষণ ছেলের বয়সি যুবকের! গ্রেপ্তার অভিযুক্ত

অভিযুক্ত যুবক ওই হাসপাতালেরই কর্মী।

51-Year-Old Kazakhastan Woman Harassed By Hospital Attendant In Gurugram

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 17, 2024 8:46 pm
  • Updated:July 17, 2024 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরগাঁওয়ের একটি হাসপাতালে ধর্ষণের শিকার কাজাখস্তানের প্রৌঢ়া! ৫১ বছরের ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই হাসপাতালেরই এক হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলছে তদন্ত। 

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের আর্টেমিস হাসপাতালে। এনিয়ে মঙ্গলবার পুলিশ জানিয়েছে, গত ৯ জুলাই ওই হাসপাতালে ভর্তি হন কাজাখস্তানের প্রৌঢ়া। শনিবার তাঁর আর্থ্রোস্কোপি সার্জারি হয়। ঘটনার দিন সকালে তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়। অভিযোগ, ওই মহিলার ঘুমে আচ্ছন্ন থাকার সুযোগ নেয় ঠাকুর সিং নামে এক কর্মী। তাকে হাতেনাতে ধরে ফেলেন প্রৌঢ়ার মেয়ে। মায়ের সঙ্গে বছর চব্বিশের ঠাকুরকে দেখেই সাইরেন বাজিয়ে দেন তিনি। কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

Advertisement

[আরও পড়ুন: কুমিরে ভরা হ্রদে গাড়ি ও বাইক নিয়ে ‘স্টান্ট’! করুণ পরিণতি যুবকদের]

এর পরই থানায় অভিযোগ দায়ের করেন ওই প্রৌঢ়ার মেয়ে। জানা গিয়েছে, এই ঘটনায় তাঁদের সহযোগীতা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তল্লাশির পর রবিবারই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করে সোমবার আদালতে তোলা হয়। অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

[আরও পড়ুন: কেজরির জামিন মামলা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ তুলে সরব আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement