Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

যত কাণ্ড যোগীরাজ্যে, বিয়ের ১৫ দিনেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন স্ত্রীর!

নববধূর মুখ দেখে শ্বশুরবাড়ির দেওয়া টাকায় শুটার ভাড়া!

2 weeks after wedding, Uttar Pradesh woman, lover hire killer to murder husband
Published by: Amit Kumar Das
  • Posted:March 25, 2025 10:36 am
  • Updated:March 25, 2025 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় প্রেমিকের সঙ্গে পরামর্শ করে স্বামীকে খুন স্ত্রীর! গোটা দেশে সাড়া ফেলে দেওয়া মিরাট কাণ্ডের মাঝেই ফের একই ঘটনার সাক্ষী হল উত্তরপ্রদেশের অরাইয়া। নববধূর মুখ দেখে শ্বশুরবাড়ির তরফে যে তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকাতেই ভাড়া করা হয় শুটার। এই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের নাম প্রগতি যাদব ও অনুরাগ যাদব। গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। তবে দুই পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। রীতিমতো জোর করেই গত ৫ মার্চ ২২ বছরের প্রগতির বিয়ে দেওয়া হয় দিলীপ নামে বছর ২৫-এর এক যুবকের সঙ্গে। বিয়ের পর গত ১৯ মার্চ হামলা চলে দিলীপের উপর। শরীরে একাধিক গুলির ক্ষত নিয়ে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গত ২০ মার্চ মৃত্যু হয় দিলীপের। এই ঘটনায় মৃতের ভাই থানায় খুনের অভিযোগ দায়ের করেন।

Advertisement

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিয়ের পর থেকে প্রেমিকের সঙ্গে আর দেখা করতে পারেননি প্রগতি। তাতেই রাগে ফুঁসছিলেন তিনি। অভিযোগ এই অবস্থায় স্বামীকে সরিয়ে দিতে প্রেমিকের সঙ্গে পরামর্শ করেন তিনি। ২ লক্ষ টাকা দিয়ে রামাজি চৌধুরী নামে এক সুপারি কিলারকে ভাড়া করেন দুইজন। নববধূর মুখ দেখে শ্বশুরবাড়ির তরফে যে তাঁকে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকাতেই ভাড়া করা হয় শুটার।

পুলিশের দাবি, ঘটনার দিন রামাজি কয়েকজনকে সঙ্গে নিয়ে দিলীপের উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধরের পাশাপাশি গুলি করে সেখান থেকে পালায়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই একে একে প্রকাশ্যে আসে সমস্ত তথ্য। অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, কার্তুজ-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub