Advertisement
Advertisement

Breaking News

Kashmir

কাশ্মীরে সেনা-জঙ্গি লড়াই, শহিদ ২ জওয়ান, জখম আরও তিন

এখনও গুলির লড়াই চলছে।

2 soldiers killed, 3 injured in Encounter with terrorists in Kashmir
Published by: Paramita Paul
  • Posted:August 10, 2024 9:10 pm
  • Updated:August 10, 2024 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে এনকাউন্টারে শহিদ দুই জওয়ান। জখম আরও তিন। শনিবার সন্ধেয় সেনাবাহিনীর কাছে খবর আসে কাশ্মীরের অনন্তনাগ জেলার প্রান্তিক এলাকার গভীর জঙ্গলে বেশ কয়েকজন জেহাদি লুকিয়ে আছে। এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় গুলি বিনিময়। সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হন দুই জওয়ান। আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

অন্ততনাগ এলাকার কোকেরগাঁও অত্যন্ত প্রত্যন্ত এলাকা। সেখানে জেহাদিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। এর পরই সিআরপিএফ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলে তাঁরা তল্লাশি শুরু করে। সেই সময় এলোপাথারি গুলি চালাতে শুরু করে জেহাদিরা। পাঁচজন গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওযা হলে দুজন শহিদ হন। তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। 

Advertisement

 

[আরও পড়ুন: চিকিৎসক খুনে তুলকালাম আর জি কর, অধ্যক্ষের বিতাড়ন চাইছেন আন্দোলনকারীরা

এদিকে এলাকা ঘিরে ফেলে জেহাদিদের খোঁজে তল্লাশি চলছে। এলাকা থেকে এখনও গুলি চলার আওয়াজ শোনা যাচ্ছে বলে এলাকা সূত্রে খবর। সেই গুলিতে দুজন নাগরিকও জখম হয়েছেন বলে খবর। 

[আরও পড়ুন: ‘কেন এমনটা ঘটল?’, RG করের নিহত চিকিৎসককে ‘কন্যাসম’ বলে প্রশ্ন ফিরহাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement