Advertisement
Advertisement

Breaking News

Live in Relationship

পরিত্যক্ত বাড়িতে ১৫-র কিশোরের সঙ্গে সহবাস আঠারোর তরুণীর, দুসপ্তাহ পর যা হল…

ওই বাড়িতে গিয়ে কী দেখলেন দুই পরিবারের সদস্যরা?

18 year old girl having Live in Relationship with 15 year old boy, what happened after two weeks
Published by: Subhankar Patra
  • Posted:September 3, 2024 5:21 pm
  • Updated:September 3, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়সের ছোট এক কিশোরের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ১৮-র তরুণী। সপ্তাহদুয়েক পরই মুম্বইয়ের সিউরির হে বান্ডারে একটি ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল ওই তরুণীর দেহ। মৃতার মায়ের অভিযোগ, মেয়ের মৃত্যুর পিছনে ওই কিশোরের হাত রয়েছে। অভিযোগের ভিত্তিতে নাবালককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে, ওই ফাঁকা বাড়ি থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে পালিয়ে এসে ওই দুইজন পরিত্যক্ত ওই বাড়ির ছতলায় থাকতেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী ছতলা থেকে পড়ে গিয়েছেন বা তাঁকে কেউ ধাক্কা দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

মৃতা তরুণীর মায়ের দাবি, তাঁর মেয়ের মৃত্যুর পিছনে দায়ী ওই কিশোর। তবে কিশোর পুলিশকে জানিয়েছে, দুর্ঘটনার সময় সে শুয়ে ছিল। এক তদন্তকারী বলেন, “কিশোর জানিয়েছে, ঘুম থেকে ওঠার পর সে তরুণীর খোঁজ করে। নিচের তলায় তাঁর রক্তাক্ত দেহ দেখে ভয়ে কালওয়ায় দিদির বাড়ি পালিয়ে যায়।” তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, বেশ কয়েক বছর ধরে ওই দুইজন প্রেমের সম্পর্কে ছিলেন। আগেও কয়েকবার এই যুগল পালিয়ে গিয়েছিলেন। নাবালককে আটক করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement